পটুয়াখালীর কলাপাড়ায় বৈশ্বিক মহামারি (কোভিড-১৯ করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউনের কারনে কর্মহীন, দুঃস্থ ও অসহায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌ বাহিনী। শনিবার দুপুরে কলাপাড়ার লালুয়া ইউনিয়নে বাংলাদেশ নৌ বাহিনীর নির্মানাধিন বাংলাদেশ নৌজা শের-ই-বাংলা ঘাঁটি চত্বরে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার পক্ষ থেকে অধিনায়ক বানৌজা শের-ই-বাংলা এর ক্যাপটেন এম মহব্বত আলী, (জি), পিএসসি, বিএন পটুয়াখালী উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন। এসময় লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া, বানাতিপাড়া এবং লালুয়া মৌজার ৩০০ পরিবারের মাঝে আজ এবং আগামী কাল দুই দিনে চাল, ছোলাবুট, লবন, আটা এবং ১০০ টাকা করে প্রত্যেক পরিবারকে প্রদান করা শুরু হয়। করোনা পরিস্থিতিতে বিগত বছরের মতো চলতি বছরও অসহায় মানুষের মাঝে নৌবাহিনী সাহায্য সহযোগিতা প্রদান করায় আশার সঞ্চার করবে এবং তাদের জীবিকা নির্বাহে সহায়ক ভ‚মিকা রাখবে বলে নৌ কর্তৃপক্ষ নিশ্চিত করেন।
০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
কলাপাড়ার নৌ বাহিনীর খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান
-
মো: হাসিবুর রহমান, পটুয়াখালী: - প্রকাশিত : ১২:০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- 64
ট্যাগ :
জনপ্রিয়





















