দেশে এখন পর্যন্ত ম্যালেরিয়া নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল করব। তিনি বলেন, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করতে হলে আমাদের মশা নিধন করতে হবে। এজন্য আমাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যেতে হবে। বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে রোববার দুপুরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এ সভার আয়োজন করে। এ সময় আশেপাশের দেশ থেকে যাতে বাংলাদেশে ম্যালেরিয়াবাহী মশা না আসতে পারে সেজন্য আমাদের সীমান্ত এলাকাগুলোতে সতর্কতা বাড়াতে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরো বলেন, অনেক সময় এয়ার ট্রান্সপোর্টেও ম্যালেরিয়া মশা চলে আসে, সেজন্যও আমাদের সজাগ থাকতে হবে। জাহিদ মালেক বলেন, ২০২০ সালের রিপোর্টে দেখা যায়, দেশে ম্যালেরিয়া ৯৩ শতাংশ কমেছে। মৃত্যু কমেছে ৯৪ শতাংশ। আগে ১৩টি জেলায় ম্যালেরিয়া ছিল, এখন সেটি কমে ২টি জেলায় নেমে এসেছে। এটা আমাদের সাফল্য। এবার এটিকে একেবারে নির্মূল করতে হবে। তিনি বলেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে ফান্ডিং নিয়ে আলোচনা হয়েছে। অবশ্যই যেকোনো একটা কার্যক্রম পরিচালনায় একটা ফান্ডিং প্রয়োজন হয়। এটা সরকার দেবে। তবে আপনারা জানেন স্বাস্থ্য খাতে আমাদের ফান্ডিং কম। জিডিপি’র ১ শতাংশের নিচে আমাদের স্বাস্থ্য বাজেট। তবে প্রধানমন্ত্রী বলেছেন, সামনের বাজেটে স্বাস্থ্যে আরো বাজেট বাড়ানো হবে। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর এবং মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল করব: স্বাস্থ্যমন্ত্রী
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- 60
ট্যাগ :
জনপ্রিয়




















