প্রধানমন্ত্রী শেখ হাসিনারর পক্ষ থেকে হবিগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।
জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মর্জিনা আক্তার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠানে ১৩৬ জনকে ৫০০ টাকা করে মানবিক সহায়তা বিতরণ করা হয়। পবিত্র ঈদুল ফিতর ও রমজান মাস উপলক্ষে হবিগঞ্জ জেলায় ১ লাখ ৭৭ হাজার ৯২০ জন মানুষকে ৮ কোটি ২১ লাখ টাকা মানবিক সহায়তা বিতরণ করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।





















