করোনাকালে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘অসহায়ের পাশে দাঁড়াতে হবে সমাজের বিত্তবানদেরও।’মঙ্গলবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন সূত্রে জানা গেছে করোনায় প্রায় আড়াই কোটি মানুষ নতুনভাবে দরিদ্র হয়েছেন। তাই তাদের পাশে দাঁড়ানো জরুরি। জিএম কাদের বলেন, ‘করোনাকাল চলছে, তার ওপর রমজান ও ঈদ আসন্ন, এতে ভালো নেই সাধারণ মানুষ। কর্মহীন মানুষ সঞ্চয় ভেঙে সংসার চালিয়ে রিক্ত হয়ে পড়েছেন। কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকেই মূল উদ্যোগ নিতে হবে।’ জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের প্রয়াত নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সবসময় দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিলেন। তাই পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণিত জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মীকে অসহায় মানুষের পাশে থাকতে হবে।’
১০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে : জিএম কাদের
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- 51
ট্যাগ :
জনপ্রিয়





















