১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

ব্রিটিশ যুবকের সঙ্গে প্রেমে মশগুল ছিলেন অ্যামি জ্যাকসন!

বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন। যদিও দক্ষিণী সিনেমাতেই তার সরব উপস্থিতি বেশি। তবে বলিউডেও দেখা গেছে অ্যামিকে। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, এক ব্রিটিশ যুবকের সঙ্গে প্রেম করছেন এ অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১৫ সালে এক বন্ধুর মাধ্যমে ব্রিটিশ যুবক জর্জ পানায়ইওতোর সঙ্গে পরিচয় হয় অ্যামি জ্যাকসনের। গত তিন-চার মাস ধরে তাদের ঘনিষ্ঠতা বেড়েছে। এছাড়া গত বছর বড়দিন ও নতুন বছর পরিবারের সঙ্গে পালন শেষে জর্জ ও অ্যামি বন্ধুদের নিয়ে মেক্সিকোতে যান। তারা ক্যারিবিয়ান দ্বীপের একটি সমুদ্র সৈকতের কটেজে একসঙ্গে অবস্থান করেন। দুই সপ্তাহ পর তারা অ্যামির জন্মদিন পালন করেন। ভালোবাসা দিবস উদযাপনের জন্য এক সপ্তাহ আগেই এ জুটি কানাডার তুষারআবৃত স্কি স্পট ‘হুইসেল ব্ল্যাককম্ব’-এ যান। তারা এই রিসোর্টে তিনদিন অবস্থান করেন।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অ্যামি।

অ্যামি জ্যাকসনের পরবর্তী সিনেমা টু পয়েন্ট ‍জিরো বা রোবট-টু। এতে আরো অভিনয় করছেন রজনীকান্ত ও অক্ষয় কুমার। শংকর পরিচালিত সিনেমাটি চলতি বছর মুক্তির কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ তাৎপর্যপূর্ণ

ব্রিটিশ যুবকের সঙ্গে প্রেমে মশগুল ছিলেন অ্যামি জ্যাকসন!

প্রকাশিত : ১১:০২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮

বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন। যদিও দক্ষিণী সিনেমাতেই তার সরব উপস্থিতি বেশি। তবে বলিউডেও দেখা গেছে অ্যামিকে। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, এক ব্রিটিশ যুবকের সঙ্গে প্রেম করছেন এ অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১৫ সালে এক বন্ধুর মাধ্যমে ব্রিটিশ যুবক জর্জ পানায়ইওতোর সঙ্গে পরিচয় হয় অ্যামি জ্যাকসনের। গত তিন-চার মাস ধরে তাদের ঘনিষ্ঠতা বেড়েছে। এছাড়া গত বছর বড়দিন ও নতুন বছর পরিবারের সঙ্গে পালন শেষে জর্জ ও অ্যামি বন্ধুদের নিয়ে মেক্সিকোতে যান। তারা ক্যারিবিয়ান দ্বীপের একটি সমুদ্র সৈকতের কটেজে একসঙ্গে অবস্থান করেন। দুই সপ্তাহ পর তারা অ্যামির জন্মদিন পালন করেন। ভালোবাসা দিবস উদযাপনের জন্য এক সপ্তাহ আগেই এ জুটি কানাডার তুষারআবৃত স্কি স্পট ‘হুইসেল ব্ল্যাককম্ব’-এ যান। তারা এই রিসোর্টে তিনদিন অবস্থান করেন।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অ্যামি।

অ্যামি জ্যাকসনের পরবর্তী সিনেমা টু পয়েন্ট ‍জিরো বা রোবট-টু। এতে আরো অভিনয় করছেন রজনীকান্ত ও অক্ষয় কুমার। শংকর পরিচালিত সিনেমাটি চলতি বছর মুক্তির কথা রয়েছে।