০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

শ্রীদেবীর মৃত্যুর পর যেভাবে দিন কাটছে তাদের

দেখতে দেখতে এক মাস হয়ে গেল শ্রীদেবীর মৃত্যুর। বলিউড এখনও সেই শোক থেকে বের হতে পারেনি। তেমনই শোকে এখনও আচ্ছন্ন শ্রীদেবীর স্ত্রী বনি কাপুর ও তার দুই মেয়ে জাহ্নবী ও খুশি। কিন্তু জীবন থেমে থাকে না। কী করছেন বনি কপূর, জাহ্নবী ও খুশি?

মনের ভেতরে এখনও শোক জমে রয়েছে বনি কাপুরের। প্রতি সকালেই ঘুম থেকে উঠে ভাবছেন, এই বোধহয় আবার শ্রীদেবীকে দেখতে পাবেন। কিন্তু তা শুধুই কল্পনা। তাই বেশি করে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখছেন বনি।

একই অবস্থা দুই মেয়েরও। ছোট মেয়ে খুশির স্কুলের গণ্ডি পেরনোর সময় চলে এসেছে। তাই পড়াশোনায় মন দিয়েছেন খুশি কাপুর। বড় মেয়ে জাহ্নবী এই মাসেই ২১ বছর পূর্ণ করেছেন। ‘ধড়ক’ ছবির শ্যুটিং চলতে চলতেই শ্রীদেবী চলে যান। তাই আবার সেই ছবির কাজেই মন দিয়েছেন জাহ্নবী।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

শ্রীদেবীর মৃত্যুর পর যেভাবে দিন কাটছে তাদের

প্রকাশিত : ০৭:১৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮

দেখতে দেখতে এক মাস হয়ে গেল শ্রীদেবীর মৃত্যুর। বলিউড এখনও সেই শোক থেকে বের হতে পারেনি। তেমনই শোকে এখনও আচ্ছন্ন শ্রীদেবীর স্ত্রী বনি কাপুর ও তার দুই মেয়ে জাহ্নবী ও খুশি। কিন্তু জীবন থেমে থাকে না। কী করছেন বনি কপূর, জাহ্নবী ও খুশি?

মনের ভেতরে এখনও শোক জমে রয়েছে বনি কাপুরের। প্রতি সকালেই ঘুম থেকে উঠে ভাবছেন, এই বোধহয় আবার শ্রীদেবীকে দেখতে পাবেন। কিন্তু তা শুধুই কল্পনা। তাই বেশি করে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখছেন বনি।

একই অবস্থা দুই মেয়েরও। ছোট মেয়ে খুশির স্কুলের গণ্ডি পেরনোর সময় চলে এসেছে। তাই পড়াশোনায় মন দিয়েছেন খুশি কাপুর। বড় মেয়ে জাহ্নবী এই মাসেই ২১ বছর পূর্ণ করেছেন। ‘ধড়ক’ ছবির শ্যুটিং চলতে চলতেই শ্রীদেবী চলে যান। তাই আবার সেই ছবির কাজেই মন দিয়েছেন জাহ্নবী।