০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

হঠাৎ ভারত ছাড়ছেন দেব!

কথা ছিল, শনি ও রবিবারে জমিয়ে ‘কবীর’ ছবির প্রচার করবেন। সেই মতোই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের টিম ঠিক করে রেখেছিল প্রচারকৌশল। সাংবাদিকদের আলাদা আলাদা করে সময়ও বেঁধে দেওয়া হয়েছিল।

হঠাৎই তিনি এক কাণ্ড করে বসলেন। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের সাথেই তার আগামী পুজা রিলিজ ঘোষণা করে দিলেন ইউটিউবে। ছবির নাম হইচই আনলিমিটেড। বিপরীতে নায়িকা মিমি আর পূজা।

আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। আর রয়েছেন কমেডি ছবি মানেই যাদের বার বার শরণাপন্ন হতে হয় সেই খরাজ মুখোপাধ্যায় আর রজতাভ দত্ত। প্রিয়াঙ্কা সরকারও অভিনয় করছেন একটি বিশেষ চরিত্রে।

আজই শ্যুটিংয়ের প্রথম দফা শেষ করতে উজবেকিস্তান উড়ে যাচ্ছে দেবের টিম। আর অবশ্যই, সাথে তিনিও। এই প্রথমবার, সবাইকে চমকে দিয়ে দেব এক্কেবারে অভিনব কায়দায় ঘোষণা করলেন তার ছবি। নিজেরই রেস্তোরাঁ ‘টলি টেলস’-এ।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

হঠাৎ ভারত ছাড়ছেন দেব!

প্রকাশিত : ০৯:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮

কথা ছিল, শনি ও রবিবারে জমিয়ে ‘কবীর’ ছবির প্রচার করবেন। সেই মতোই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের টিম ঠিক করে রেখেছিল প্রচারকৌশল। সাংবাদিকদের আলাদা আলাদা করে সময়ও বেঁধে দেওয়া হয়েছিল।

হঠাৎই তিনি এক কাণ্ড করে বসলেন। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের সাথেই তার আগামী পুজা রিলিজ ঘোষণা করে দিলেন ইউটিউবে। ছবির নাম হইচই আনলিমিটেড। বিপরীতে নায়িকা মিমি আর পূজা।

আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। আর রয়েছেন কমেডি ছবি মানেই যাদের বার বার শরণাপন্ন হতে হয় সেই খরাজ মুখোপাধ্যায় আর রজতাভ দত্ত। প্রিয়াঙ্কা সরকারও অভিনয় করছেন একটি বিশেষ চরিত্রে।

আজই শ্যুটিংয়ের প্রথম দফা শেষ করতে উজবেকিস্তান উড়ে যাচ্ছে দেবের টিম। আর অবশ্যই, সাথে তিনিও। এই প্রথমবার, সবাইকে চমকে দিয়ে দেব এক্কেবারে অভিনব কায়দায় ঘোষণা করলেন তার ছবি। নিজেরই রেস্তোরাঁ ‘টলি টেলস’-এ।