মা নেই বাবা নেই
পরিচয় নেই যার
পথশিশু বলে মোরা
নাম দেই তার
ঘুমানোর ঠিকানা হয়
রাস্তার দ্বার
না খেয়ে ঘুমায় এমন
হাজারে হাজার
হাত পাতে পেটের ক্ষুধায়
মানুষের দ্বারে
বিশ কোটি বাংঙালী
চিনেনা কেউ তারে
রাস্তার দ্বারে সে কাদে নীরবদি
চক্ষের জলে যার বয়ে যায় নদী
অবুঝ সেই মুখটি ঘুরে ঘুরে তাকায়
যদি কেউ ডাকে তারে হাতের ইশারায়


























