০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

নিরব-স্পর্শিয়ার সায়েন্স ফিকশন সিনেমা ‌`জল কিরণ’

নিরব-স্পর্শিয়া

এর আগেও নিরব ও স্পর্শিয়া একসঙ্গে অভিনয় করেছেন। এবার সায়েন্স ফিকশন সিনেমায় অভিনয় করছেন তারা। সিনেমার নাম ‌`জল কিরণ’। রোববার, ২ জানুয়ারি রাজধানীর মগবাজারের নিউ ইস্কাটন রোডে অবস্থিত রেড অর্কিড রেষ্টুরেন্টে সন্ধ্যায় আনুষ্ঠানিক সিনেমার ফাস্ট লুক অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানের ফাস্ট লুক অবমুক্ত করেন বিশিষ্ট অভিনেতা,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। এসময় আরো উপস্থিত ছিলেন, বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান, আলিমুল্লাহ খোকন, নায়ক নিরব, স্পর্শিয়া, আরমান পারভেজ মুরাদ, রাশেদ মামুন অপু সহ সিনেমার অন্যান্য শিল্পী ও কলাকুশলীগন।
জল কিরণ’ নিয়ে নায়ক নিরব বলেন, একেবারেই নতুন গল্প, ভিন্ন স্বাদ পাবে দর্শক। এ সিনেমার আগেও স্পর্শিয়ার সঙ্গে আরো কাজ করা হয়েছে। এ সিনেমায় তাকে আবার কো-আর্টিস্ট হিসেবে পেয়েছি । বোঝাপড়ার ব্যাপারটা ভালো হবে।

স্পর্শিয়া বলেন, নিরব ভাইর সঙ্গে আরেকটি সিনেমা করেছি, ভীশন হেল্পফুল নিরব ভাই। এই সিনেমাটি দিয়ে আমাদের একটি নতুন অভিজ্ঞতা হবে।
সিনেমাটি পরিচালনা করছেন এইচ আর হাবিব। জানা গেছে, ছবিটি প্রযোজনা করছে কে এফ বেংগল আর এন্ড ডি। মূলত প্রতিষ্ঠানটি তাদের ভাষায় এডভান্স সায়েন্স বা প্লাজমা বিজ্ঞান নিয়ে গবেষণা করে। সারা পৃথিবীতে জুড়েই রয়েছে তাদের মাতৃ প্রতিষ্ঠান কেষ ( keshe Foundation ) ফাউন্ডেশন এর গবেষণা প্রতিষ্ঠান। বিশ্বের অগ্রগামী বিজ্ঞান নিয়ে তাদের গবেষণা। তারই ধারাবাহিকতায় বাংলা ভাষাভাসীদের প্রতিনিধি প্লাজমা বিজ্ঞানী মোসফেক রশীদ এর তত্ত্বাবধানে হ’তে যাচ্ছে এই চলচ্চিত্র । এমনটাই জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান কে এফ বেংগল আর এন্ড ডি।
প্রযোজনা প্রতিষ্ঠান কে এফ বেংগল আর এন্ড ডি এর পক্ষে বক্তব্য রাখেন যথাক্রমে প্লাজমা বিজ্ঞানী ভ্রাতা ও ভগ্নী স্বাতী রশীদ এবং মোসফেক রশীদ। তারা বলেন, বিশ্বে বসবাসকারী মানুষের শান্তি নিশ্চিতেই এই প্লাজমা বিজ্ঞানের চর্চ্চা প্রকৃত উদ্দেশ্য । ফলে নতুন উদ্ভাবনের আলো ছড়িয়ে দিতেই চলচ্চিত্রের মাধ্যমে এমন উদ্যোগ।
জলকিরণ ছবিতে অভিনয় করছেন আরো অভিনয় করছেন, নওশাবা, আরমান পারভেজ মুরাদ, সুজন হাবিব, সৌরভ ফারসি,এইচ আর হাবিব, প্রনব দাশ, এনজেলিনা লোপেজ,গ্রেজিলা রশীদ, প্রমূখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই : নবাগত জেলা প্রশাসক

নিরব-স্পর্শিয়ার সায়েন্স ফিকশন সিনেমা ‌`জল কিরণ’

প্রকাশিত : ১০:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২

এর আগেও নিরব ও স্পর্শিয়া একসঙ্গে অভিনয় করেছেন। এবার সায়েন্স ফিকশন সিনেমায় অভিনয় করছেন তারা। সিনেমার নাম ‌`জল কিরণ’। রোববার, ২ জানুয়ারি রাজধানীর মগবাজারের নিউ ইস্কাটন রোডে অবস্থিত রেড অর্কিড রেষ্টুরেন্টে সন্ধ্যায় আনুষ্ঠানিক সিনেমার ফাস্ট লুক অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানের ফাস্ট লুক অবমুক্ত করেন বিশিষ্ট অভিনেতা,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। এসময় আরো উপস্থিত ছিলেন, বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান, আলিমুল্লাহ খোকন, নায়ক নিরব, স্পর্শিয়া, আরমান পারভেজ মুরাদ, রাশেদ মামুন অপু সহ সিনেমার অন্যান্য শিল্পী ও কলাকুশলীগন।
জল কিরণ’ নিয়ে নায়ক নিরব বলেন, একেবারেই নতুন গল্প, ভিন্ন স্বাদ পাবে দর্শক। এ সিনেমার আগেও স্পর্শিয়ার সঙ্গে আরো কাজ করা হয়েছে। এ সিনেমায় তাকে আবার কো-আর্টিস্ট হিসেবে পেয়েছি । বোঝাপড়ার ব্যাপারটা ভালো হবে।

স্পর্শিয়া বলেন, নিরব ভাইর সঙ্গে আরেকটি সিনেমা করেছি, ভীশন হেল্পফুল নিরব ভাই। এই সিনেমাটি দিয়ে আমাদের একটি নতুন অভিজ্ঞতা হবে।
সিনেমাটি পরিচালনা করছেন এইচ আর হাবিব। জানা গেছে, ছবিটি প্রযোজনা করছে কে এফ বেংগল আর এন্ড ডি। মূলত প্রতিষ্ঠানটি তাদের ভাষায় এডভান্স সায়েন্স বা প্লাজমা বিজ্ঞান নিয়ে গবেষণা করে। সারা পৃথিবীতে জুড়েই রয়েছে তাদের মাতৃ প্রতিষ্ঠান কেষ ( keshe Foundation ) ফাউন্ডেশন এর গবেষণা প্রতিষ্ঠান। বিশ্বের অগ্রগামী বিজ্ঞান নিয়ে তাদের গবেষণা। তারই ধারাবাহিকতায় বাংলা ভাষাভাসীদের প্রতিনিধি প্লাজমা বিজ্ঞানী মোসফেক রশীদ এর তত্ত্বাবধানে হ’তে যাচ্ছে এই চলচ্চিত্র । এমনটাই জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান কে এফ বেংগল আর এন্ড ডি।
প্রযোজনা প্রতিষ্ঠান কে এফ বেংগল আর এন্ড ডি এর পক্ষে বক্তব্য রাখেন যথাক্রমে প্লাজমা বিজ্ঞানী ভ্রাতা ও ভগ্নী স্বাতী রশীদ এবং মোসফেক রশীদ। তারা বলেন, বিশ্বে বসবাসকারী মানুষের শান্তি নিশ্চিতেই এই প্লাজমা বিজ্ঞানের চর্চ্চা প্রকৃত উদ্দেশ্য । ফলে নতুন উদ্ভাবনের আলো ছড়িয়ে দিতেই চলচ্চিত্রের মাধ্যমে এমন উদ্যোগ।
জলকিরণ ছবিতে অভিনয় করছেন আরো অভিনয় করছেন, নওশাবা, আরমান পারভেজ মুরাদ, সুজন হাবিব, সৌরভ ফারসি,এইচ আর হাবিব, প্রনব দাশ, এনজেলিনা লোপেজ,গ্রেজিলা রশীদ, প্রমূখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ