০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ইন্সাইট ক্রিয়েশন এর ব্যানারে আসছে নাটক জোর জব্বর

রচনা ও চিত্রনাট্য – সৌরভ সাফওয়ান  পরিচালনা- সৌরভ সাফওয়ান ও হেলাল উদ্দিন ফারহান অভিনয়ে- ফারহান আহমেদ জোভান, তাসনুভা তিশা, মারজুক রাসেল, রেজাউল আমিন সুজন, মো: মাসুম, মাহাতাব হামিম, ওয়াসিম এমদাদ বিটলু শামীম ও আরো অনেকেই

শুটিং স্পট- পুবাইল। নাম আব্দুল জাব্বার। কিন্তু সব কিছুতেই সে জোর খাটায় সে, এজন্য এলাকার সবাই তাকে জোর জব্বর বলে ডাকে। কিন্তু তার সামনে জোর জব্বর বলার সাহস কারো নাই, তার পিছনেই এই নামে ডাকে তাকে।

nato

জোর জব্বরের বাবার আমলের একটা ইঞ্জিন বিহিন গাড়ি রয়েছে, এই গাড়িটাকে রঙ করে নতুন গাড়ির মত করে রাখে, সে গাড়ির নাম দিয়েছে পংখী রাজ। তার দুজন চ্যালা রয়েছে মানিক ও ইকো। গাড়ির স্ট্যাডিং এ জব্বর বসে থাকে আর তার চ্যালা দুটো গাড়িটা ঠেলে নিয়ে যায়। তার এলাকায় তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে শামসু গ্রুপ। সামসুর সাথে জব্বারের দা কুমড়োর সম্পর্ক। কিন্তু শামসুর ছোট বোন ইমা কে পছন্দ করে জব্বর।

ট্যাগ :

রামগঞ্জে হতদরিদ্র হৃদয়ের স্বপ্ন পুরন করবে স্মার্ট জহির

ইন্সাইট ক্রিয়েশন এর ব্যানারে আসছে নাটক জোর জব্বর

প্রকাশিত : ১০:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮

রচনা ও চিত্রনাট্য – সৌরভ সাফওয়ান  পরিচালনা- সৌরভ সাফওয়ান ও হেলাল উদ্দিন ফারহান অভিনয়ে- ফারহান আহমেদ জোভান, তাসনুভা তিশা, মারজুক রাসেল, রেজাউল আমিন সুজন, মো: মাসুম, মাহাতাব হামিম, ওয়াসিম এমদাদ বিটলু শামীম ও আরো অনেকেই

শুটিং স্পট- পুবাইল। নাম আব্দুল জাব্বার। কিন্তু সব কিছুতেই সে জোর খাটায় সে, এজন্য এলাকার সবাই তাকে জোর জব্বর বলে ডাকে। কিন্তু তার সামনে জোর জব্বর বলার সাহস কারো নাই, তার পিছনেই এই নামে ডাকে তাকে।

nato

জোর জব্বরের বাবার আমলের একটা ইঞ্জিন বিহিন গাড়ি রয়েছে, এই গাড়িটাকে রঙ করে নতুন গাড়ির মত করে রাখে, সে গাড়ির নাম দিয়েছে পংখী রাজ। তার দুজন চ্যালা রয়েছে মানিক ও ইকো। গাড়ির স্ট্যাডিং এ জব্বর বসে থাকে আর তার চ্যালা দুটো গাড়িটা ঠেলে নিয়ে যায়। তার এলাকায় তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে শামসু গ্রুপ। সামসুর সাথে জব্বারের দা কুমড়োর সম্পর্ক। কিন্তু শামসুর ছোট বোন ইমা কে পছন্দ করে জব্বর।