এফসি (আর্মি) লগ এরিয়া,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে বৃহষ্পতিবার ঢাকা সেনানিবাসস্থ এফসি (আর্মি) লগ এরিয়া কার্যালয়ে কেক কাটা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চিত্রাংকন প্রতিযোগিতাশেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঞা, সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (আর্মি)। উক্ত অনুষ্ঠানে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজির হোসেন খান, সহযোগী অধ্যাপক চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আফরোজা সোমা, কবি ও প্রাবন্ধিক ।
উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মোঃ মাহবুবুল আলম, অর্থ নিয়ন্ত্রক (আর্মি) লগ এরিয়া।