০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার-সামগ্রী বিতরণ

খুলনায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার খুলনা জেলার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক কেন্দ্র (পিটিআই) কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন উদ্দিন আহমেদের পক্ষে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উপহারসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, সাধারণ ডাল, লাচ্ছা সেমাই, চিনি ও তেল। যশোর এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি’র সার্বিক তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশন এই উপহারসামগ্রী বিতরণ করে। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ বিশেষজ্ঞদের দাবি এআই দারা নির্মিত ষড়যন্ত্র

দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার-সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১২:০০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২

খুলনায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার খুলনা জেলার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক কেন্দ্র (পিটিআই) কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন উদ্দিন আহমেদের পক্ষে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উপহারসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, সাধারণ ডাল, লাচ্ছা সেমাই, চিনি ও তেল। যশোর এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি’র সার্বিক তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশন এই উপহারসামগ্রী বিতরণ করে। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।