০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

লাখো মানুষের স্বপ্ন বাস্তবায়নের কারিগর আবেদ সরকার

‘পরিশ্রম করো সফল হও’ এই উক্তিটা দিয়েছেন নরসিংদীর এক সফল উদ্যোক্তা। তার কথা না বললেই নয়, তিনি তার পরিশ্রমের শিকল দিয়ে সফলতা পেয়েছেন।

বলছি, বাংলাদেশের নামকরা সফল উদ্যোক্তা ও লেখক আবেদ সরকারের কথা। এই সফল উদ্যোক্তার জন্ম নরসিংদী জেলায়।

আবেদ পড়াশোনার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং ও লেখালেখি করতেন। তিনি অগণিত বই লিখেছেন, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বইয়ের নাম “How to love children”। তার স্বপ্ন ছিল আকাশ পরিমাণ। তিনি তার স্বপ্নের সাথে চ্যালেঞ্জ করে চালু করলেন ‘স্বাধীন উদ্যোক্তা’ নামে একটি প্রতিষ্ঠান।

‘স্বাধীন উদ্যোক্তা’ এখন বাংলাদেশের নামকরা প্রতিষ্ঠান। এখন আর চাকরির জন্য কোথাও যেতে হয় না মেধাবী শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের কাজ দিচ্ছেন ‘স্বাধীন উদ্যোক্তা’র প্রতিষ্ঠাতা আবেদ সরকার ও মোঃ ইসমাইল আহমেদ।

আবেদ সরকার বলেন, আমিও একসময় অনেক চিন্তা করতাম পড়াশোনা শেষ করে কি করবো? কই যাবো? কোথায় থেকে চাকরি ব্যবস্থা করবো? কে দিবে চাকরি? এই সব ভেবে আমার দিন কাটতো। সেই সময় পরিচয় হয় মোঃ ইসমাইল আহমেদ নামে এক উদ্যোক্তার সাথে৷ সে আমাকে নানা ভাবে সাহায্য করেন আর আমি হয়ে যায় সফল উদ্যোক্তা। তার সাথে শেয়ার দিয়ে চালু করি ‘স্বাধীন উদ্যোক্তা’ প্রতিষ্ঠানটি। ২০১৯ সাল থেকে বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে কাজ করেন ৪৭ জন কর্মচারী। আমি আর ইসমাইল আশাবাদী ৪৭ জনেই একসময় সফল উদ্যোক্তা হবেন। বর্তমানে তাদের মাসিক ইনকাম হাজার হাজার টাকা প্রায় লক্ষের কাছাকাছি। আমি চাই আমাদের মতো তারাও প্রতিষ্ঠান চালু করুক, তাহলে বাংলাদেশে আর বেকার মানুষ থাকবে না। সবাই কাজ নিয়েই সুখী থাকবে এবং উন্নতি হবে আমাদের দেশ।

আবেদ তার প্রতিষ্ঠানের ব্যাপারে বলেন, ‘স্বাধীন উদ্যোক্তা’ প্রতিষ্ঠানটি শুধু আমার না, প্রতিষ্ঠানটি লাখো মানুষের স্বপ্ন। আমি যখন ইসমাইলের সাথে প্রতিষ্ঠানের ব্যাপারে কথা বলি, ইসমাইল আমাকে বলে আমার প্রতিষ্ঠান ‘ইসমাইল ভ্যারাইটিজ স্টোর’ ২০১৮ সালে চালু করি। আমি প্রথম বছরেই সফলতা অর্জন করি। আমি তার কথা শুনে তাকে বললাম চুপ করো ইসমাইল। সফলতা আসবে আজ না হয় কাল। চলো কাজ শুরু করি। তখন চিন্তা করলাম কি কি বিষয় কাজ করা যায়? তখন দুইজনের কথার মাধ্যমে সব নোট করলাম। আমাদের মূলত বিভিন্ন টিম আছে, সবাই আলাদা আলাদা কাজ নিয়ে কাজ করে। আমরা অ্যাপ ডেভোলাপার, ফেসবুক মার্কেটিং, গুগল নলেজ প্যানেল এবং ফেসবুকে সব ধরনের কাজ করি এবং বিভিন্ন বড় কোম্পানির পণ্য বিক্রি করে রেটিং বাড়াই।

আবেদ সরকারের পরিচয়

নাম- আবেদ,
বংশগত নাম- সরকার,
পুরো নাম- আবেদ সরকার,
তার জন্ম- ০৩ মার্চ ২০০০, নরসিংদী, বাংলাদেশ।
তার প্রতিষ্ঠানের নাম- স্বাধীন উদ্যোক্তা (২০১৯-চলিত)
তিনি পরিচিত লাভ করেন বাংলাদেশি সফল উদ্যোক্তা ও লেখক হিসাবে।
তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেন ২০২১ সালে।

ট্যাগ :
জনপ্রিয়

লাখো মানুষের স্বপ্ন বাস্তবায়নের কারিগর আবেদ সরকার

প্রকাশিত : ০৫:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২

‘পরিশ্রম করো সফল হও’ এই উক্তিটা দিয়েছেন নরসিংদীর এক সফল উদ্যোক্তা। তার কথা না বললেই নয়, তিনি তার পরিশ্রমের শিকল দিয়ে সফলতা পেয়েছেন।

বলছি, বাংলাদেশের নামকরা সফল উদ্যোক্তা ও লেখক আবেদ সরকারের কথা। এই সফল উদ্যোক্তার জন্ম নরসিংদী জেলায়।

আবেদ পড়াশোনার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং ও লেখালেখি করতেন। তিনি অগণিত বই লিখেছেন, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বইয়ের নাম “How to love children”। তার স্বপ্ন ছিল আকাশ পরিমাণ। তিনি তার স্বপ্নের সাথে চ্যালেঞ্জ করে চালু করলেন ‘স্বাধীন উদ্যোক্তা’ নামে একটি প্রতিষ্ঠান।

‘স্বাধীন উদ্যোক্তা’ এখন বাংলাদেশের নামকরা প্রতিষ্ঠান। এখন আর চাকরির জন্য কোথাও যেতে হয় না মেধাবী শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের কাজ দিচ্ছেন ‘স্বাধীন উদ্যোক্তা’র প্রতিষ্ঠাতা আবেদ সরকার ও মোঃ ইসমাইল আহমেদ।

আবেদ সরকার বলেন, আমিও একসময় অনেক চিন্তা করতাম পড়াশোনা শেষ করে কি করবো? কই যাবো? কোথায় থেকে চাকরি ব্যবস্থা করবো? কে দিবে চাকরি? এই সব ভেবে আমার দিন কাটতো। সেই সময় পরিচয় হয় মোঃ ইসমাইল আহমেদ নামে এক উদ্যোক্তার সাথে৷ সে আমাকে নানা ভাবে সাহায্য করেন আর আমি হয়ে যায় সফল উদ্যোক্তা। তার সাথে শেয়ার দিয়ে চালু করি ‘স্বাধীন উদ্যোক্তা’ প্রতিষ্ঠানটি। ২০১৯ সাল থেকে বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে কাজ করেন ৪৭ জন কর্মচারী। আমি আর ইসমাইল আশাবাদী ৪৭ জনেই একসময় সফল উদ্যোক্তা হবেন। বর্তমানে তাদের মাসিক ইনকাম হাজার হাজার টাকা প্রায় লক্ষের কাছাকাছি। আমি চাই আমাদের মতো তারাও প্রতিষ্ঠান চালু করুক, তাহলে বাংলাদেশে আর বেকার মানুষ থাকবে না। সবাই কাজ নিয়েই সুখী থাকবে এবং উন্নতি হবে আমাদের দেশ।

আবেদ তার প্রতিষ্ঠানের ব্যাপারে বলেন, ‘স্বাধীন উদ্যোক্তা’ প্রতিষ্ঠানটি শুধু আমার না, প্রতিষ্ঠানটি লাখো মানুষের স্বপ্ন। আমি যখন ইসমাইলের সাথে প্রতিষ্ঠানের ব্যাপারে কথা বলি, ইসমাইল আমাকে বলে আমার প্রতিষ্ঠান ‘ইসমাইল ভ্যারাইটিজ স্টোর’ ২০১৮ সালে চালু করি। আমি প্রথম বছরেই সফলতা অর্জন করি। আমি তার কথা শুনে তাকে বললাম চুপ করো ইসমাইল। সফলতা আসবে আজ না হয় কাল। চলো কাজ শুরু করি। তখন চিন্তা করলাম কি কি বিষয় কাজ করা যায়? তখন দুইজনের কথার মাধ্যমে সব নোট করলাম। আমাদের মূলত বিভিন্ন টিম আছে, সবাই আলাদা আলাদা কাজ নিয়ে কাজ করে। আমরা অ্যাপ ডেভোলাপার, ফেসবুক মার্কেটিং, গুগল নলেজ প্যানেল এবং ফেসবুকে সব ধরনের কাজ করি এবং বিভিন্ন বড় কোম্পানির পণ্য বিক্রি করে রেটিং বাড়াই।

আবেদ সরকারের পরিচয়

নাম- আবেদ,
বংশগত নাম- সরকার,
পুরো নাম- আবেদ সরকার,
তার জন্ম- ০৩ মার্চ ২০০০, নরসিংদী, বাংলাদেশ।
তার প্রতিষ্ঠানের নাম- স্বাধীন উদ্যোক্তা (২০১৯-চলিত)
তিনি পরিচিত লাভ করেন বাংলাদেশি সফল উদ্যোক্তা ও লেখক হিসাবে।
তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেন ২০২১ সালে।