০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

বেনাপোলে “বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত

দুপার বাংলার কবি সাহিত্যিক ও গবেষকদের নিয়ে বেনাপোলে যশোর রোড ৭১ এর উদোগে “বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত। আলোচনা সভায় উপস্তিত ছিলেন বাংলাদেশ ও ভারতের প্রখ্যাক কবি ও সাহিত্যিকেরা। অনুষ্ঠানে আগত অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্মানিত করা হয়।

আলোচক ছিলেন বিশিস্ট ইতিহাসবিদ অধাপক সৈয়দ আনোয়ার হোসেন ও পশ্চিম বংগ রাজ্য সরকারের উচ্চশিক্ষাা পর্ষদের ভ‚তপূর্ব প্রধান ও রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্জ অধ্যাপক ড. প্রবিত্র সরকার। অনুষ্ঠানে বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ড.শওকাত আরা হোসেন, দাড়কাক সম্পাদক কবি সজীব পুরোহিত, ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা, রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্জ অধ্যাপক ড. প্রবিত্র সরকার বলেন, ১৫ আগস্টে জাতীর জনকের কন্যাকে হত্যার চেস্টা করা হয়। তার পিতা বংগবন্ধু না থাকলে আজ বাংলাদেশ সৃস্টি হতো না। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ’র পাশে ছিল ভারত। সৈয়েদ আনোয়ার হোসেন যশোর রোড ৭১ নিয়ে মুক্তিযোদ্ধা ও ইতিহা-ঐতিহ্য নিয়ে বই তৈরী করা দরকার যাতে ভবিষ্যত প্রজন্ম সড়কের ইতিহাস ঐতিহ্য জানতে পারবে।

৭১ পুর্ব ও পরবর্তী সময়ে যশোর সড়ক নিয়ে তৈরি হয়েছে নানান ঘটনা, মুক্তিযুদ্ধের সময় ভীত সন্ত্রস্ত নিগৃহীত ঘরছাড়া সরনার্থীরা এ পথ দিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রবেশ করেন,মিত্রবাহিনী পদাতিক সৈন্য, সমরাস্ত্র জোগানে বিশেষ ভুমিকা রেখে যশোর রোড ঠাঁই করে নিয়েছে ইতিহাসের পাতায়, সয়ং বঙ্গবন্ধু অনেক বার ট্রেন যোগে এপথে বাংলাদেশ ভারত আসা যাওয়া করেন,নেতাজি স্বামী বিবেকানন্দ এ পথে যশোর গিয়ে ছিলেন এবং দেশে ফেরেন এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী প্রনব মুখার্জি, মাইকেল মধুসূদন দত্ত, বিশ্ব বরেন্য শিল্পীএস এম সুলতান মাষ্টার দা সুর্যসেন,প্রীতিলতা সেন,যশোর রোডের শ্রষ্টা কালিবাবু, সেতার বাদক উদয় শংকর রবি শংকর প্রেসিডেন্ট এরশাদ, জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শেখ হাসিনা সহ পীর আওলিয়াগন। নানান ইতিহাস বিখ্যাত ব্যাক্তিরা এ পথ ব্যাবহার করেছেন বারবার। যশোর রোড একাত্তর সংগঠন নিলো মহৎ উদ্যোগ,
ব্রিটিশ পুর্ববাংলার রাজধানী খ্যাত ঐতিহাসিক বৃহত্তর যশোর রোড একাত্তর কে নিয়ে বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ শির্ষক আলোচনা সভা উজ্বিবিত হয়ে দেশপ্রেমী নাগরিকেরা।

সাবেক পৌরপিতা যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং যশোর রোড ৭১আহŸায়ক আসরাফুল আলম লিটন বলেন মুক্তি যুদ্ধ যশোর বেনাপোল রোডের ইতিহাস বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক চেতনায় দেশ বাংলাদেশ শির্ষক আলোচনা সভাটি প্রানবন্ত ও আশাব্যাঞ্জক হয়েছে, কালজয়ী মানুষ গুলোর চেতনা বুকে ধারন করে আগামী প্রজন্মকে দীক্ষিত হতে হবে।
অনুষ্টানে কবিতা আবৃত্তি করেন কবি শ্রাবনী সুর ও কবি ইমদাদুল হক বকুল।


যশোরের শার্শা রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ২কেজি ৩শ ৩৭গ্রাম ওজনের ৯টি স্বর্নেরবার সহ পাচারকারীকে আটক যশোরের শার্শা রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ২কেজি ৩শ ৩৭ গ্রাম ওজনের ৯টি স্বর্নেরবার সহ শুকুর আলী নামে এক পাচারকারীকে আটক করেছে খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়ন। সে রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে। খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানভির রহমান জানান গোপন সুত্রে খবর পেয়ে রুদ্রপুর সীমান্তে অভিযান চালায় একদল বিজিবি। কৃষকের ছদ্দবেশে দীর্ঘদিন ধরে স্বর্ন পাচার করে আসছিল তিনি। সীমান্ত পথে ভারতে পাচারকালে আটক করা হয় তাকে উদ্ধার করা হয় উল্লেখিত স্বর্ন। যার মুল্য আনুমানিক ১কোটি ৭০লাখ টাকা বলে জানায় বিজিবি। এসময় জব্দ করা হয় পাচারকাজে ব্যাবহৃত মটরসাইকেল।
স্বর্নসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/হাবিব

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেনাপোলে “বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত

প্রকাশিত : ১২:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

দুপার বাংলার কবি সাহিত্যিক ও গবেষকদের নিয়ে বেনাপোলে যশোর রোড ৭১ এর উদোগে “বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত। আলোচনা সভায় উপস্তিত ছিলেন বাংলাদেশ ও ভারতের প্রখ্যাক কবি ও সাহিত্যিকেরা। অনুষ্ঠানে আগত অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্মানিত করা হয়।

আলোচক ছিলেন বিশিস্ট ইতিহাসবিদ অধাপক সৈয়দ আনোয়ার হোসেন ও পশ্চিম বংগ রাজ্য সরকারের উচ্চশিক্ষাা পর্ষদের ভ‚তপূর্ব প্রধান ও রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্জ অধ্যাপক ড. প্রবিত্র সরকার। অনুষ্ঠানে বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ড.শওকাত আরা হোসেন, দাড়কাক সম্পাদক কবি সজীব পুরোহিত, ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা, রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্জ অধ্যাপক ড. প্রবিত্র সরকার বলেন, ১৫ আগস্টে জাতীর জনকের কন্যাকে হত্যার চেস্টা করা হয়। তার পিতা বংগবন্ধু না থাকলে আজ বাংলাদেশ সৃস্টি হতো না। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ’র পাশে ছিল ভারত। সৈয়েদ আনোয়ার হোসেন যশোর রোড ৭১ নিয়ে মুক্তিযোদ্ধা ও ইতিহা-ঐতিহ্য নিয়ে বই তৈরী করা দরকার যাতে ভবিষ্যত প্রজন্ম সড়কের ইতিহাস ঐতিহ্য জানতে পারবে।

৭১ পুর্ব ও পরবর্তী সময়ে যশোর সড়ক নিয়ে তৈরি হয়েছে নানান ঘটনা, মুক্তিযুদ্ধের সময় ভীত সন্ত্রস্ত নিগৃহীত ঘরছাড়া সরনার্থীরা এ পথ দিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রবেশ করেন,মিত্রবাহিনী পদাতিক সৈন্য, সমরাস্ত্র জোগানে বিশেষ ভুমিকা রেখে যশোর রোড ঠাঁই করে নিয়েছে ইতিহাসের পাতায়, সয়ং বঙ্গবন্ধু অনেক বার ট্রেন যোগে এপথে বাংলাদেশ ভারত আসা যাওয়া করেন,নেতাজি স্বামী বিবেকানন্দ এ পথে যশোর গিয়ে ছিলেন এবং দেশে ফেরেন এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী প্রনব মুখার্জি, মাইকেল মধুসূদন দত্ত, বিশ্ব বরেন্য শিল্পীএস এম সুলতান মাষ্টার দা সুর্যসেন,প্রীতিলতা সেন,যশোর রোডের শ্রষ্টা কালিবাবু, সেতার বাদক উদয় শংকর রবি শংকর প্রেসিডেন্ট এরশাদ, জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শেখ হাসিনা সহ পীর আওলিয়াগন। নানান ইতিহাস বিখ্যাত ব্যাক্তিরা এ পথ ব্যাবহার করেছেন বারবার। যশোর রোড একাত্তর সংগঠন নিলো মহৎ উদ্যোগ,
ব্রিটিশ পুর্ববাংলার রাজধানী খ্যাত ঐতিহাসিক বৃহত্তর যশোর রোড একাত্তর কে নিয়ে বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ শির্ষক আলোচনা সভা উজ্বিবিত হয়ে দেশপ্রেমী নাগরিকেরা।

সাবেক পৌরপিতা যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং যশোর রোড ৭১আহŸায়ক আসরাফুল আলম লিটন বলেন মুক্তি যুদ্ধ যশোর বেনাপোল রোডের ইতিহাস বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক চেতনায় দেশ বাংলাদেশ শির্ষক আলোচনা সভাটি প্রানবন্ত ও আশাব্যাঞ্জক হয়েছে, কালজয়ী মানুষ গুলোর চেতনা বুকে ধারন করে আগামী প্রজন্মকে দীক্ষিত হতে হবে।
অনুষ্টানে কবিতা আবৃত্তি করেন কবি শ্রাবনী সুর ও কবি ইমদাদুল হক বকুল।


যশোরের শার্শা রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ২কেজি ৩শ ৩৭গ্রাম ওজনের ৯টি স্বর্নেরবার সহ পাচারকারীকে আটক যশোরের শার্শা রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ২কেজি ৩শ ৩৭ গ্রাম ওজনের ৯টি স্বর্নেরবার সহ শুকুর আলী নামে এক পাচারকারীকে আটক করেছে খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়ন। সে রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে। খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানভির রহমান জানান গোপন সুত্রে খবর পেয়ে রুদ্রপুর সীমান্তে অভিযান চালায় একদল বিজিবি। কৃষকের ছদ্দবেশে দীর্ঘদিন ধরে স্বর্ন পাচার করে আসছিল তিনি। সীমান্ত পথে ভারতে পাচারকালে আটক করা হয় তাকে উদ্ধার করা হয় উল্লেখিত স্বর্ন। যার মুল্য আনুমানিক ১কোটি ৭০লাখ টাকা বলে জানায় বিজিবি। এসময় জব্দ করা হয় পাচারকাজে ব্যাবহৃত মটরসাইকেল।
স্বর্নসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/হাবিব