০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

২১টি গ্রেফতারী ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার

ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ তোফাজ্জল হোসেন (৬২)

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) ডবলমুরিং মডেল থানায় মূলতবী থাকা ২১টি গ্রেফতারী ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ তোফাজ্জল হোসেন (৬২)’কে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে গত ৫ সেপ্টেম্বর রাত ৮ ঘটিকার সময় ডিএমপি ঢাকার রামপুরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। তিনি মেসার্স চট্টলা বোরিং, জীবন বীমা ভবন, ৫ম তলা, আগ্রাবাদ, ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম এর প্রোপাইটর ছিলেন। উক্ত প্রতিষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন লোকজনের নিকট হতে টাকা গ্রহন করে চেক প্রদান করে। উক্ত চেক ডিজঅনার মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী সে।

গ্রেফতারকৃত আসামীদের হলেন,১। মোঃ তোফাজ্জল হোসেন (৬২), পিতা-মোঃ সুরুজ আলী, মাতা-মোছাঃ নুর জাহান বেগম, স্ত্রী- মোছাঃ লায়লা বেগম, সাং- চরখার চর, ০৭নং ওয়ার্ড, মন্ডল বাড়ী, পোঃ টেবিচর, থানা-সেরপুর সদর, জেলা-সেরপুর, বর্তমানে-১, রামপুরা, মাল্টিকেয়ার হাসপাতাল রামপুরা এর পিছনে, বাসা নং-৩৮৫, ইউনুছ সাহেবের বিল্ডিং, ৫ম তলা, থানা রামপুরা, জেলা-ঢাকা, বর্তমান-২, রমনা আবাসিক এলাকা, রোড নং-০১, ইহবাস ভবন, উত্তর আগ্রাবাদ, থানা হালিশহর, জেলা-চট্টগ্রাম, প্রতিষ্ঠানের ঠিকানা- মেসার্স চট্টলা বুরিং, জীবন বীমা ভবন, ৫ম তলা, আগ্রাবাদ, ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম।

বিজনেস বাংলাদেশ/হাবিব

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২১টি গ্রেফতারী ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার

প্রকাশিত : ০৩:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) ডবলমুরিং মডেল থানায় মূলতবী থাকা ২১টি গ্রেফতারী ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ তোফাজ্জল হোসেন (৬২)’কে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে গত ৫ সেপ্টেম্বর রাত ৮ ঘটিকার সময় ডিএমপি ঢাকার রামপুরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। তিনি মেসার্স চট্টলা বোরিং, জীবন বীমা ভবন, ৫ম তলা, আগ্রাবাদ, ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম এর প্রোপাইটর ছিলেন। উক্ত প্রতিষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন লোকজনের নিকট হতে টাকা গ্রহন করে চেক প্রদান করে। উক্ত চেক ডিজঅনার মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী সে।

গ্রেফতারকৃত আসামীদের হলেন,১। মোঃ তোফাজ্জল হোসেন (৬২), পিতা-মোঃ সুরুজ আলী, মাতা-মোছাঃ নুর জাহান বেগম, স্ত্রী- মোছাঃ লায়লা বেগম, সাং- চরখার চর, ০৭নং ওয়ার্ড, মন্ডল বাড়ী, পোঃ টেবিচর, থানা-সেরপুর সদর, জেলা-সেরপুর, বর্তমানে-১, রামপুরা, মাল্টিকেয়ার হাসপাতাল রামপুরা এর পিছনে, বাসা নং-৩৮৫, ইউনুছ সাহেবের বিল্ডিং, ৫ম তলা, থানা রামপুরা, জেলা-ঢাকা, বর্তমান-২, রমনা আবাসিক এলাকা, রোড নং-০১, ইহবাস ভবন, উত্তর আগ্রাবাদ, থানা হালিশহর, জেলা-চট্টগ্রাম, প্রতিষ্ঠানের ঠিকানা- মেসার্স চট্টলা বুরিং, জীবন বীমা ভবন, ৫ম তলা, আগ্রাবাদ, ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম।

বিজনেস বাংলাদেশ/হাবিব