১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

নিজেকে ভবিষ্যত ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা রাহুলের

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হতে আমি প্রস্তুত আছি।

মঙ্গলবার দেশটির কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলাপচারিতার তিনি খোলাখুলিভাবে এ কথা বলেন।

ওই আলাপচারিতায় তিনি প্রধানমন্ত্রীর পদে বসতে রাজি কি না এমন প্রশ্ন করা হলে উত্তরে রাহুল বলেন, এটা নির্ভর করছে কংগ্রেস নির্বাচনে কতটা ভাল ফল করবে তার উপর। যদি কংগ্রেস সবচেয়ে বড় দল হিসাবে উঠে আসে তাহলে অবশ্যই। কেন নয়!

আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না বলে দাবি করে রাহুল বলেন, পরের বার নরেন্দ্র মোদী যে আর প্রধানমন্ত্রী হতে পারবেন না, সে বিষয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী।

আপনারা আমার কথা শুনে হয়ত হাসবেন উল্লেখ করে কংগ্রেস সভাপতি বলেন, বিরোধীরা ঐক্যবদ্ধ হওয়ায় বিজেপির জন্য ২০১৯ সাল সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তারা আগামীতে ক্ষমতায় আসবে না।

বিজেপিকে হারানোর জন্য কংগ্রেস অন্য দলগুলোকে নিয়ে মহাজোট করার চেষ্টা করবে সে রকম ইঙ্গিত দিয়ে রাহুল বলেছেন, যদি কংগ্রেস প্ল্যাটফর্মের ভূমিকা পালন করে তাহলে বিজেপি আর ক্ষমতায় ফিরতে পারবে না।

এদিকে রাহুলের এই মন্তব্যকে বিজেপি অবশ্য ‘দিবাস্বপ্ন’’ বলে কটাক্ষ করে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, রাহুলকে কেউ প্রধানমন্ত্রী ঘোষণা করছেন না বলে তিনি নিজেই প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা দিয়েছেন। রাহুলকে আগে তার যোগ্যতার প্রমাণ দিতে হবে। তিনি একটি দলের বেকার সভাপতি। তিনি পদবীর জন্য নেতা হতে পেরেছেন।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা দিয়েছেন, ‘২০১৯- বিজেপি ফিনিশ’। এক্ষেত্রে বিরোধী জোটের প্রধান মুখ্য হিসেবে কে সামনে আসবেন তা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। বিএসপি নেত্রী মায়াবতী, তৃনমূল নেত্রী মমতা থেকে শুরু করে অনেকের নামই প্রধানমন্ত্রীর দাবিদার হিসেবে রাজনৈতিক অঙ্গনে ভাসছে।

ঠিক এমন সময়েই তাৎপর্যপূর্ণভাবে প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়া সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন। রাহুল বলেন, মতাদর্শগত লড়াইয়ে সকলকে একসঙ্গে আসা উচিত। আজ যদি তিন দল একসঙ্গে চলে আসে তাহলে বিজেপি পাঁচটি আসনও পাবে না।

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

নিজেকে ভবিষ্যত ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা রাহুলের

প্রকাশিত : ০২:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হতে আমি প্রস্তুত আছি।

মঙ্গলবার দেশটির কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলাপচারিতার তিনি খোলাখুলিভাবে এ কথা বলেন।

ওই আলাপচারিতায় তিনি প্রধানমন্ত্রীর পদে বসতে রাজি কি না এমন প্রশ্ন করা হলে উত্তরে রাহুল বলেন, এটা নির্ভর করছে কংগ্রেস নির্বাচনে কতটা ভাল ফল করবে তার উপর। যদি কংগ্রেস সবচেয়ে বড় দল হিসাবে উঠে আসে তাহলে অবশ্যই। কেন নয়!

আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না বলে দাবি করে রাহুল বলেন, পরের বার নরেন্দ্র মোদী যে আর প্রধানমন্ত্রী হতে পারবেন না, সে বিষয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী।

আপনারা আমার কথা শুনে হয়ত হাসবেন উল্লেখ করে কংগ্রেস সভাপতি বলেন, বিরোধীরা ঐক্যবদ্ধ হওয়ায় বিজেপির জন্য ২০১৯ সাল সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তারা আগামীতে ক্ষমতায় আসবে না।

বিজেপিকে হারানোর জন্য কংগ্রেস অন্য দলগুলোকে নিয়ে মহাজোট করার চেষ্টা করবে সে রকম ইঙ্গিত দিয়ে রাহুল বলেছেন, যদি কংগ্রেস প্ল্যাটফর্মের ভূমিকা পালন করে তাহলে বিজেপি আর ক্ষমতায় ফিরতে পারবে না।

এদিকে রাহুলের এই মন্তব্যকে বিজেপি অবশ্য ‘দিবাস্বপ্ন’’ বলে কটাক্ষ করে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, রাহুলকে কেউ প্রধানমন্ত্রী ঘোষণা করছেন না বলে তিনি নিজেই প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা দিয়েছেন। রাহুলকে আগে তার যোগ্যতার প্রমাণ দিতে হবে। তিনি একটি দলের বেকার সভাপতি। তিনি পদবীর জন্য নেতা হতে পেরেছেন।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা দিয়েছেন, ‘২০১৯- বিজেপি ফিনিশ’। এক্ষেত্রে বিরোধী জোটের প্রধান মুখ্য হিসেবে কে সামনে আসবেন তা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। বিএসপি নেত্রী মায়াবতী, তৃনমূল নেত্রী মমতা থেকে শুরু করে অনেকের নামই প্রধানমন্ত্রীর দাবিদার হিসেবে রাজনৈতিক অঙ্গনে ভাসছে।

ঠিক এমন সময়েই তাৎপর্যপূর্ণভাবে প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়া সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন। রাহুল বলেন, মতাদর্শগত লড়াইয়ে সকলকে একসঙ্গে আসা উচিত। আজ যদি তিন দল একসঙ্গে চলে আসে তাহলে বিজেপি পাঁচটি আসনও পাবে না।