আফগানিস্তানের পূর্ব জালালাবাদ প্রদেশে নয়া নাজিমাবাদ রমজান কাপ ক্রিকেট টুর্নামেন্টে বোমা হামলায় এক শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪২ জন আহত হন।
টুর্নামেন্টের আয়োজক হিদায়াতুল্লাহ জহিরও এই হামলায় নিহত হন।
ননগরহার সরকারের মুখপাত্র আত্তাউল্লাহ খোগানি জানিয়েছেন, ঘটনাস্থলে তিনটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। এসময় আরো ৪২জন আহত হন। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে, সেটা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, স্থানীয় তালেবানরাই এ হামলার জন্য দায়ী।

























