০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

চীনে শব্দ হামলার শিকার মার্কিন কর্মকর্তা

চীনে আমেরিকান এক কর্মকর্তা ‘শব্দ হামলার’ পর মস্তিষ্কের ইনজুরিতে ভুগছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এর আগে কানাডা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ওপর কিউবায় এ ধরণের হামলা হয়েছিল।

চীনে যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য শ্রবণ কিংবা স্নায়ু সম্পর্কিত স্বাস্থ্য সতর্কতা জারির কয়েক ঘণ্টা পর বুধবার পম্পেও এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, চীনের দক্ষিণের শহর গুয়াংঝুতে এক মার্কিন কর্মকর্তা একটি ‘সূক্ষ্ম ও অস্বচ্ছ, কিন্তু অস্বাভাবিক শব্দ ও চাপের অনুভূতির’ অভিজ্ঞতার কথা তাদেরকে জানিয়েছেন। এই ঘটনার পর ওই কর্মকর্তার হালকা মস্তিষ্ক ইনজুরি দেখা দেয়।

পম্পেও বলেন, ‘কিউবায় আমেরিকার কর্মকর্তারা যে মেডিক্যাল নমুনা বহন করেছিলেন চীনে কর্মকর্তারাও একই ধরনের নমুনা বহন করছেন।’ যুক্তরাষ্ট্র চীনের ওই এলাকায় তদন্ত করতে তাদের মেডিক্যাল টিম পাঠাচ্ছে। পাম্পেও আরো বলেন, ‘হাভানা ও এবার চীনে কী ঘটেছে, তা আমরা খুঁজে বের করতে যাচ্ছি।’

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর সঙ্গে আলোচনা করতে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেন, ‘বিষয়টিকে রাজনৈতিক রূপ দান উচিত হবে না যুক্তরাষ্ট্রের। আমরা চাই না, এই ব্যক্তিগত বিষয় খুব বড়, জটিল ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা হোক। চীন এ ব্যাপারে খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আমরা এখনো খুঁজে পায়নি যে, কোনো সংগঠন বা ব্যক্তি এ ধরনের হামলা চালিয়েছে।’

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

চীনে শব্দ হামলার শিকার মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ০১:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮

চীনে আমেরিকান এক কর্মকর্তা ‘শব্দ হামলার’ পর মস্তিষ্কের ইনজুরিতে ভুগছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এর আগে কানাডা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ওপর কিউবায় এ ধরণের হামলা হয়েছিল।

চীনে যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য শ্রবণ কিংবা স্নায়ু সম্পর্কিত স্বাস্থ্য সতর্কতা জারির কয়েক ঘণ্টা পর বুধবার পম্পেও এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, চীনের দক্ষিণের শহর গুয়াংঝুতে এক মার্কিন কর্মকর্তা একটি ‘সূক্ষ্ম ও অস্বচ্ছ, কিন্তু অস্বাভাবিক শব্দ ও চাপের অনুভূতির’ অভিজ্ঞতার কথা তাদেরকে জানিয়েছেন। এই ঘটনার পর ওই কর্মকর্তার হালকা মস্তিষ্ক ইনজুরি দেখা দেয়।

পম্পেও বলেন, ‘কিউবায় আমেরিকার কর্মকর্তারা যে মেডিক্যাল নমুনা বহন করেছিলেন চীনে কর্মকর্তারাও একই ধরনের নমুনা বহন করছেন।’ যুক্তরাষ্ট্র চীনের ওই এলাকায় তদন্ত করতে তাদের মেডিক্যাল টিম পাঠাচ্ছে। পাম্পেও আরো বলেন, ‘হাভানা ও এবার চীনে কী ঘটেছে, তা আমরা খুঁজে বের করতে যাচ্ছি।’

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর সঙ্গে আলোচনা করতে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেন, ‘বিষয়টিকে রাজনৈতিক রূপ দান উচিত হবে না যুক্তরাষ্ট্রের। আমরা চাই না, এই ব্যক্তিগত বিষয় খুব বড়, জটিল ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা হোক। চীন এ ব্যাপারে খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আমরা এখনো খুঁজে পায়নি যে, কোনো সংগঠন বা ব্যক্তি এ ধরনের হামলা চালিয়েছে।’