০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

রবীন্দ্র সরোবরে ইফতার মেলা

মাহে রমজান উপলক্ষে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান শোবিজ এন্টারটেইনমেন্ট-এর উদ্যোগে শুরু হয়েছে জমজমাট ইফতার মেলা। ৯ রমজান থেকে ২৪ রমজান পর্যন্ত ১৬ দিনব্যাপী রাজধানীর রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চ, ধানমন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে এই ইফতার মেলা। ইফতার মেলায় ৩২টি স্টলে অংশগ্রহণ করছে ঢাকার জনপ্রিয় রেস্টুরেন্ট ও এ ছাড়াও রয়েছে বিশিষ্ট ইফতার প্রস্তুতকারক ব্যক্তি ও প্রতিষ্ঠান, বিশিষ্ট রন্ধন শিল্পী।

প্রত্যেক প্রতিষ্ঠান বা ব্যক্তির থাকবে নিজস্ব স্টল ও ইফতারি। মোট ৮০টিরও বেশি পদের রেসিপির মনোহর ইফতার প্রদর্শন করা হবে এই ইফতারি মেলায়। নিরিবিলি পরিবেশে ঢাকার জনপ্রিয় সব খাবারের আইটেম পাওয়া যাবে এক সঙ্গে। মেলায় থাকছে পার্সেলের সুব্যবস্থাও। ইফতার মেলায় অজু ও নামাজের ব্যবস্থা রয়েছে।

খাবারেও ভেজাল রোধ ও মান নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। শেষ মুহূর্তে অল্প সংখ্যক স্টল বরাদ্দ নেয়া যাবে। যোগাযোগ ০১৮১৭৬৭৭০০৭। ইফতার মেলা দেশের ঐতিহ্যবাহী সব খাবারের প্রদর্শনীর ব্যবস্থা থাকছে বলে জানান আয়োজকরা।

ট্যাগ :

রামগঞ্জে হতদরিদ্র হৃদয়ের স্বপ্ন পুরন করবে স্মার্ট জহির

রবীন্দ্র সরোবরে ইফতার মেলা

প্রকাশিত : ০৭:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮

মাহে রমজান উপলক্ষে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান শোবিজ এন্টারটেইনমেন্ট-এর উদ্যোগে শুরু হয়েছে জমজমাট ইফতার মেলা। ৯ রমজান থেকে ২৪ রমজান পর্যন্ত ১৬ দিনব্যাপী রাজধানীর রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চ, ধানমন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে এই ইফতার মেলা। ইফতার মেলায় ৩২টি স্টলে অংশগ্রহণ করছে ঢাকার জনপ্রিয় রেস্টুরেন্ট ও এ ছাড়াও রয়েছে বিশিষ্ট ইফতার প্রস্তুতকারক ব্যক্তি ও প্রতিষ্ঠান, বিশিষ্ট রন্ধন শিল্পী।

প্রত্যেক প্রতিষ্ঠান বা ব্যক্তির থাকবে নিজস্ব স্টল ও ইফতারি। মোট ৮০টিরও বেশি পদের রেসিপির মনোহর ইফতার প্রদর্শন করা হবে এই ইফতারি মেলায়। নিরিবিলি পরিবেশে ঢাকার জনপ্রিয় সব খাবারের আইটেম পাওয়া যাবে এক সঙ্গে। মেলায় থাকছে পার্সেলের সুব্যবস্থাও। ইফতার মেলায় অজু ও নামাজের ব্যবস্থা রয়েছে।

খাবারেও ভেজাল রোধ ও মান নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। শেষ মুহূর্তে অল্প সংখ্যক স্টল বরাদ্দ নেয়া যাবে। যোগাযোগ ০১৮১৭৬৭৭০০৭। ইফতার মেলা দেশের ঐতিহ্যবাহী সব খাবারের প্রদর্শনীর ব্যবস্থা থাকছে বলে জানান আয়োজকরা।