০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

টেক্স স্টাইলে নতুন টি শার্র্ট

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৭:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
  • 250

তারুণ্যের ফ্যাশন টেক্স স্টাইল নিয়ে এসেছে নতুন ডিজাইনের সব টি শার্ট। ওয়েস্টার্ন থিম বেইজ করা টি-শার্টগুলোতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির শতভাগ অর্গানিক কটন ফেব্রিক। টেক্স স্টাইলের টি শার্টের ব্র্যান্ড মডেল হয়েছেন কন্যারেখ্যাত গায়ক শান।

ঈদকে সামনে রেখে পঞ্চাশটিরও বেশি নতুন ডিজাইনের টি শার্ট নিয়ে হাজির হচ্ছে টেক্স স্টাইল। এছাড়াও টেক্স স্টাইলের কালেকশনগুলোর মধ্যে সুপারম্যান, আয়রনম্যান, সিভিল ওয়ারসহ অর্ধ শতাধিক নতুন ডিজাইন এসেছে। ঢাকার নিউমার্কেট, নূরজাহান মার্কেট, ধানমন্ডির বিভিন্ন শপিংমল, মিরপুরসহ শহরের প্রায় প্রতিটি মার্কেটে এবং দেশের বিভিন্ন জেলা শহরের মার্কেটগুলোতে রয়েছে টেক্স স্টাইলের ডিলার।

একমাত্র পাইকারি ও খুচরার জন্য যোগাযোগ: টেক্স স্টাইল, ১২৪১ পূর্ব মনিপুর (পঞ্চম তলা), মিরপুর, ঢাকা-১২১৬। মোবা: ০১৭১৭৬২৬৫১৬। ফেসবুক facebook.com/texstylebd ।

টেক্স স্টাইলের নতুন সংগ্রহ প্রসঙ্গে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাফিজুল ইসলাম মোল্লা বলেন, আমাদের এবারের সংগ্রহে নতুনত্ব অনেক। রঙ আর ফেব্রিকে প্রচুর বৈচিত্র পাবেন ক্রেতারা।

ট্যাগ :

রামগঞ্জে হতদরিদ্র হৃদয়ের স্বপ্ন পুরন করবে স্মার্ট জহির

টেক্স স্টাইলে নতুন টি শার্র্ট

প্রকাশিত : ০৭:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮

তারুণ্যের ফ্যাশন টেক্স স্টাইল নিয়ে এসেছে নতুন ডিজাইনের সব টি শার্ট। ওয়েস্টার্ন থিম বেইজ করা টি-শার্টগুলোতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির শতভাগ অর্গানিক কটন ফেব্রিক। টেক্স স্টাইলের টি শার্টের ব্র্যান্ড মডেল হয়েছেন কন্যারেখ্যাত গায়ক শান।

ঈদকে সামনে রেখে পঞ্চাশটিরও বেশি নতুন ডিজাইনের টি শার্ট নিয়ে হাজির হচ্ছে টেক্স স্টাইল। এছাড়াও টেক্স স্টাইলের কালেকশনগুলোর মধ্যে সুপারম্যান, আয়রনম্যান, সিভিল ওয়ারসহ অর্ধ শতাধিক নতুন ডিজাইন এসেছে। ঢাকার নিউমার্কেট, নূরজাহান মার্কেট, ধানমন্ডির বিভিন্ন শপিংমল, মিরপুরসহ শহরের প্রায় প্রতিটি মার্কেটে এবং দেশের বিভিন্ন জেলা শহরের মার্কেটগুলোতে রয়েছে টেক্স স্টাইলের ডিলার।

একমাত্র পাইকারি ও খুচরার জন্য যোগাযোগ: টেক্স স্টাইল, ১২৪১ পূর্ব মনিপুর (পঞ্চম তলা), মিরপুর, ঢাকা-১২১৬। মোবা: ০১৭১৭৬২৬৫১৬। ফেসবুক facebook.com/texstylebd ।

টেক্স স্টাইলের নতুন সংগ্রহ প্রসঙ্গে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাফিজুল ইসলাম মোল্লা বলেন, আমাদের এবারের সংগ্রহে নতুনত্ব অনেক। রঙ আর ফেব্রিকে প্রচুর বৈচিত্র পাবেন ক্রেতারা।