০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

হনুমানই বিশ্বের প্রথম আদিবাসী নেতা!

রাজস্থানের বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা বিতর্কিত মন্তব্য করে আবার আলোচনায় এসেছেন। হনুমানই বিশ্বের প্রথম আদিবাসী নেতা বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার রাজস্থানের রামগড়ে দলীয় অফিসে এ মন্তব্য করেন দেব আহুজা। খবর আজকাল’র।

তিনি বলেন, ‘ভগবান রামকে যখন দেশের দক্ষিণ দিকে চিত্রকুটে নির্বাসনে পাঠানো হয়, তখন হনুমান আদিবাসীদের নিয়ে সেনা তৈরি করে রামের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন।’

তিনি দাবি করেন, সারাবিশ্বে হনুমানের ৪০ লাখ মন্দির রয়েছে; যা যে কোনো দেবতাদের তুলনায় সবচেয়ে বেশি। তবে আহুজার এমন মন্তব্য চটেছেন কিরোদী লাল মীনা। তিনি বলেন, হনুমানের যুগে কোনো রাজনীতি ছিল না। আহুজাকে এ বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত যে, তিনি হনুমানকে কেন আদিবাসী বললেন।

তিনি আরও বলেন, আমিও শুনেছি যে, হনুমানকে অসম্মান করা হয়েছে। এটা করা ঠিক হয়নি, দুর্ভাগ্যবশত এটা হয়ে গেছে। তবে এখানে আদিবাসীদের কথা কেন আসছে? তিনি (হনুমান) ধর্মীয় ব্যক্তিত্ব। এ ঘটনা সকল পূজারিকে ব্যথিত করেছে।’

তবে বিধায়ক জ্ঞান দেবের এমন বিতর্কিত মন্তব্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েও মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন।

তখন জ্ঞান দেব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় তথা দেশের কলঙ্ক আখ্যা দেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা প্রতিদিন বিশ্ববিদ্যালয় চত্বরে উলঙ্গ হয়ে নাচ করেন, সেখান থেকে ৫০ হাজার হাড়, তিন হাজার ব্যবহৃত কনডম, পাঁচশ পিস ব্যবহৃত গর্ভপাতের ইনজেকশন, ১০ হাজার সিগারেটের টুকরো, অ্যালুমিনিয়াম ফয়েলসহ অন্যান্য জিনিস পাওয়া যায়।’

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

হনুমানই বিশ্বের প্রথম আদিবাসী নেতা!

প্রকাশিত : ১২:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮

রাজস্থানের বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা বিতর্কিত মন্তব্য করে আবার আলোচনায় এসেছেন। হনুমানই বিশ্বের প্রথম আদিবাসী নেতা বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার রাজস্থানের রামগড়ে দলীয় অফিসে এ মন্তব্য করেন দেব আহুজা। খবর আজকাল’র।

তিনি বলেন, ‘ভগবান রামকে যখন দেশের দক্ষিণ দিকে চিত্রকুটে নির্বাসনে পাঠানো হয়, তখন হনুমান আদিবাসীদের নিয়ে সেনা তৈরি করে রামের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন।’

তিনি দাবি করেন, সারাবিশ্বে হনুমানের ৪০ লাখ মন্দির রয়েছে; যা যে কোনো দেবতাদের তুলনায় সবচেয়ে বেশি। তবে আহুজার এমন মন্তব্য চটেছেন কিরোদী লাল মীনা। তিনি বলেন, হনুমানের যুগে কোনো রাজনীতি ছিল না। আহুজাকে এ বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত যে, তিনি হনুমানকে কেন আদিবাসী বললেন।

তিনি আরও বলেন, আমিও শুনেছি যে, হনুমানকে অসম্মান করা হয়েছে। এটা করা ঠিক হয়নি, দুর্ভাগ্যবশত এটা হয়ে গেছে। তবে এখানে আদিবাসীদের কথা কেন আসছে? তিনি (হনুমান) ধর্মীয় ব্যক্তিত্ব। এ ঘটনা সকল পূজারিকে ব্যথিত করেছে।’

তবে বিধায়ক জ্ঞান দেবের এমন বিতর্কিত মন্তব্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েও মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন।

তখন জ্ঞান দেব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় তথা দেশের কলঙ্ক আখ্যা দেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা প্রতিদিন বিশ্ববিদ্যালয় চত্বরে উলঙ্গ হয়ে নাচ করেন, সেখান থেকে ৫০ হাজার হাড়, তিন হাজার ব্যবহৃত কনডম, পাঁচশ পিস ব্যবহৃত গর্ভপাতের ইনজেকশন, ১০ হাজার সিগারেটের টুকরো, অ্যালুমিনিয়াম ফয়েলসহ অন্যান্য জিনিস পাওয়া যায়।’