সাভারের সরকারি ছাগল উন্নয়ন খামারের সামনে থেকে আকলিমা বেগম (২৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, গত দুই দিন আগে আকলিমা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আমডালা গ্রাম থেকে সাভারের কলমায় বসবাসরত স্বামী সাদ্দাম মোল্লার বাড়িতে ঈদের কেনাকাটা করতে আসে।
কেনাকেটা শেষে ভোর ৬টার দিকে বাসা থেকে আকলিমাকে একটি অটোরিকসায় উঠিয়ে দেন সাদ্দাম। পরে সিএনবি আশুলিয়া সড়কের ছাগল উন্নয়ন খামারের সামনে রাস্তায় ওই গৃহবধুর লাশ দেখতে পায় পথচারীরা।
পথচারীরা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আকলিমার গলায় আঘাতের চিহৃ রয়েছে। স্থানীয়দের ধারণা ছিনতাইকারীরা ওই গৃহবধুকে হত্যা করে থাকতে পারে।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই ফরহাদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




















