অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সৈন্যদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। এসময় ছয় শতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে বার্তা সংস্থা এএফপির চিত্র সাংবাদিক মোহাম্মদ আবেদ আল-বাবা রয়েছেন।
গাজা সীমান্তের কাছে শুক্রবার ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েল গুলিবর্ষণ করলে এ হতাহতের ঘটনা ঘটে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, নিহতদের মধ্যে তিনজন তরুণ এবং অন্যজন ১৫ বছরের এক কিশোর। প্রায় ৬২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শতাধিক গুলিবিদ্ধ। ইসরাইলি সেনাদের ছোড়া টিয়ার গ্যাসের একটি শেল হাতেম আবু সাবলা নামে এক বিক্ষোভকারীর গালের ভেতর ঢুকে যায়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এএফপির চিত্র সাংবাদিক মোহাম্মদ আবেদ আল-বাবা পায়ে গুলি লাগে। তিনি ২০০০ সাল থেকে গাজা উপত্যকায় এএফপির হয়ে কাজ করছেন।
নিজেদের ভূমিতে ফেরত যাওয়ার অধিকারের দাবিতে গত ৩০ মার্চ থেকে গাজা সীমান্তে যে বিক্ষোভ শুরু হয়েছে তাতে এখন পর্যন্ত ১২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।
এদিকে গাজা প্রশ্নে আরব সমর্থিত একটি প্রস্তাবের বিষয়ে ভোটাভুটির ব্যাপারে আগামী বুধবার বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সংস্থার প্রেসিডেন্ট মিরোস্লাভ লাজকাক শুক্রবার এ বৈঠকের ঘোষণা দেন।
কূটনীতিকরা জানান, এ প্রস্তাবে ইসরাইলের নিন্দা জানানো হবে। গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একই ধরণের একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়। গত সপ্তাহের ওই প্রস্তাবে ইসরাইলের আগ্রাসন থেকে ফিলিস্তিনি নাগরিকদের রক্ষার আহবান জানানো হয়েছিল।
বিক্ষোভকারীদের সঙ্গে কয়েক সপ্তাহের অব্যাহত সংঘর্ষের প্রেক্ষাপটে শুক্রবার গাজা সীমান্তে ইসরাইলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ায় এটা আহবান করা হয়।
এ প্রস্তাবের প্রতি সমর্থন জানানো এমন একটি দেশের এক কূটনীতিক বলেন, প্রস্তাবের পক্ষে ‘সবোচ্চ সংখ্যক ভোট পেতে আমরা কাজ করবো। সূত্র: আল জাজিরা ও এএফপি

























