ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা তা যাচাই করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) আহ্বান জানাবে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান আলজেরিয়ায় অনুষ্ঠিত একটি অর্থনৈতিক ফোরামে এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আইএইএ’র কাছে এই অঞ্চলের নিরাপত্তা, বিশেষ করে তুরস্কের নিরাপত্তার স্বার্থে এই বিষয়টি উত্থাপন করবো।
বার্তা সংস্থা তাস জানিয়েছে, এরদোগান এর আগেও ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা তা যাচাই করার প্রয়োজনীয়তার কথা বলেছেন। তিনি বলেন, ইসরাইল প্রকাশ্যে স্বীকার করে যে তার পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে আন্তর্জাতিক কাঠামো, বিশেষ করে আইএইএ এবং জাতিসংঘ দেশটির বিরুদ্ধে এ নিয়ে কোনো তদন্ত পরিচালনা করে না। এরদোগান ওই অর্থনৈতিক ফোরামে আরও বলেন যে, তুরস্ক গাজা পুনর্নির্মাণের প্রচেষ্টা চালাবে এবং সেখানে সংঘটিত অপরাধের জন্য ইসরাইলকে দায়বদ্ধ করার চেষ্টা করবে।
এর আগে এরদোগান জার্মানিতে তার সাম্প্রতিক সফর শেষে ঘোষণা দিয়েছিলেন, ইসরাইলি আক্রমণের কারণে গাজায় ভেঙে পড়া স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো ‘পুনঃনির্মাণ’ করবে তুরস্ক। তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফিলিস্তিনের গাজার ছাত্রদের কাছ থেকে কোনো বেতন নেয়া হবে না। প্রেসিডেন্টের ডিক্রি অনুসারে, গাজা থেকে আসা স্নাতক ও ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের বছরের দ্বিতীয় সেমিস্টারের খরচ তুরস্ক বহন করবে। তুরস্কের সকল সরকারি বিশ্ববিদ্যালয় থেকে এ সুবিধা পাবে গাজার শিক্ষার্থীরা।
বিজনেস বাংলাদেশ/এস/আর


























