০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

লালমনিরহাটের কবি জেসমিন নাহারের লেখা দায়ভার কাব্যগ্রন্হের পান্ডুলিপি হস্তান্তর

লালমনিরহাটের কবি জেসমিন নাহারের ‘দায়ভার’ কাব্য গ্রন্থের পাণ্ডলিপি হস্তান্তর করা হয়েছে। কবি, নাট্যকার, নির্মাতা ও খই প্রকাশনার স্বত্বাধিকারী মুসতাক মুকুলের হাতে গত ১ডিসেম্বর ২০২৩, শুক্রবার বিকেলে বগুড়া লেখক চক্র আয়োজিত কবি সন্মেলন ২০২৩ জেলা পরিষদ মিলনায়তনে বগুড়ায় সুন্দর পরিবেশে কাব্য গ্রন্থটি হস্তান্তর করা হয়েছে।

এসময় তার হাতে কাব্যগ্রন্হটি হস্তান্তর করা হলে সংশ্লিষ্ঠ কবিকে ধন্যবাদ জানান খই প্রকাশনার স্বত্বাধিকারী মুসতাক মুকুল।

অপর দিকে নোশন টেলিভিশনের সিও ও মুসতাক মুকুল নতুন কবি জেসমিন নাহারকে বিশিষ্ট কবি, নাট্যকার ও বাংলা একাডেমীর পদকপ্রাপ্ত জনাব ফরিদ আহমেদ দুলাল, কথাসাহিত্যিক রোকেয়া ইসলাম, প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও কবি রাজা মিয়াসহ অনেকের সাথে পরিচয় করিয়ে দেন ওই প্রকাশনা মালিক।

দায়ভার কাব্যগ্রন্হে মোট ৫৩ টি কবিতা প্রকাশ করা হবে বলে জানা গেছে। কবি জেসমিন নাহার জানান, খুব শীঘ্রই ওই কাব্যগ্রন্হটি বাজারে পাওয়া যাবে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

লালমনিরহাটের কবি জেসমিন নাহারের লেখা দায়ভার কাব্যগ্রন্হের পান্ডুলিপি হস্তান্তর

প্রকাশিত : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

লালমনিরহাটের কবি জেসমিন নাহারের ‘দায়ভার’ কাব্য গ্রন্থের পাণ্ডলিপি হস্তান্তর করা হয়েছে। কবি, নাট্যকার, নির্মাতা ও খই প্রকাশনার স্বত্বাধিকারী মুসতাক মুকুলের হাতে গত ১ডিসেম্বর ২০২৩, শুক্রবার বিকেলে বগুড়া লেখক চক্র আয়োজিত কবি সন্মেলন ২০২৩ জেলা পরিষদ মিলনায়তনে বগুড়ায় সুন্দর পরিবেশে কাব্য গ্রন্থটি হস্তান্তর করা হয়েছে।

এসময় তার হাতে কাব্যগ্রন্হটি হস্তান্তর করা হলে সংশ্লিষ্ঠ কবিকে ধন্যবাদ জানান খই প্রকাশনার স্বত্বাধিকারী মুসতাক মুকুল।

অপর দিকে নোশন টেলিভিশনের সিও ও মুসতাক মুকুল নতুন কবি জেসমিন নাহারকে বিশিষ্ট কবি, নাট্যকার ও বাংলা একাডেমীর পদকপ্রাপ্ত জনাব ফরিদ আহমেদ দুলাল, কথাসাহিত্যিক রোকেয়া ইসলাম, প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও কবি রাজা মিয়াসহ অনেকের সাথে পরিচয় করিয়ে দেন ওই প্রকাশনা মালিক।

দায়ভার কাব্যগ্রন্হে মোট ৫৩ টি কবিতা প্রকাশ করা হবে বলে জানা গেছে। কবি জেসমিন নাহার জানান, খুব শীঘ্রই ওই কাব্যগ্রন্হটি বাজারে পাওয়া যাবে।

বিজনেস বাংলাদেশ/bh