১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

শেরপুর ১ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী মনি’র দিনব্যাপি নির্বাচনী পথসভা ও গণসংযোগ

জাতীয় সংসদের ১৪৩, জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে শেরপুর সদর -১ আসনের প্রার্থী মোঃ মাহমুদুল হক মনি’র দিনব্যাপি, রাত শেরপুর সদরে বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা ও গনসংযোগে প্রচার প্রচারনায় সময় পার করছেন ,ঐ দিন রাতে বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়, উক্ত গণসংযোগ ও পথসভা জাতীয় পার্টির জেলা শাখার জাপার সাধারণ সম্পাদক ও লাঙ্গল প্রতিকের প্রার্থী নিজে উপস্থিত থেকে তার নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন মির্জাপুর মোড়, তাতালপুর , গাজীর খামার বাজার , চৈতিনখিলা বটতলা মোড়, পাকুরিয়া ফকির বাড়ী , কসবা বাইরবাদ মোড়, ভাটিপারা , কামারের চর চৌধুরিবাড়ী মোড় সহ উপজেলার বিভিন্ন স্থানে গন সংযোগ ও পথসভা করেন , এ সময় তার সাথে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফ , সহ-সভাপতি হারুন জিলানী , বিশিষ্ট রাজনীতিবীদি ও সমাজ সেবক এম এ রশিদ বি এস সি , পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক মানিক কর্মকার , শ্রম সম্পাদক জেসমুল হুদা লেবু , জাপা নেতা মোহাম্মদ আলী , এস কে বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ এ ছাড়াও একাদিক মহিলা টীম লাঙ্গল প্রতিকের পক্ষে শহরে বিভিন্ন ওয়ার্ডে গন সংযোগ করেন . শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার লাঙ্গল প্রতীকের প্রেমিক ভোটারের উপস্থিতিতে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ মাহমুদুল হক মনি’র তার বক্তব্ বলেছেন যে আপনারা যদি আমার লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি নির্বাচিত হয়ে শেরপুর ১ আসনকে স্মার্ট আসন উপহার দিবো এবং শেরপুর বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাট, সেতু প্রকল্পে বিভিন্ন ব্রীজ নির্মাণ,হাট বাজারের উন্নয়ন মূলক কাজ করবেন বলে বক্তব্য রাখেন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

শেরপুর ১ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী মনি’র দিনব্যাপি নির্বাচনী পথসভা ও গণসংযোগ

প্রকাশিত : ০৪:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

জাতীয় সংসদের ১৪৩, জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে শেরপুর সদর -১ আসনের প্রার্থী মোঃ মাহমুদুল হক মনি’র দিনব্যাপি, রাত শেরপুর সদরে বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা ও গনসংযোগে প্রচার প্রচারনায় সময় পার করছেন ,ঐ দিন রাতে বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়, উক্ত গণসংযোগ ও পথসভা জাতীয় পার্টির জেলা শাখার জাপার সাধারণ সম্পাদক ও লাঙ্গল প্রতিকের প্রার্থী নিজে উপস্থিত থেকে তার নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন মির্জাপুর মোড়, তাতালপুর , গাজীর খামার বাজার , চৈতিনখিলা বটতলা মোড়, পাকুরিয়া ফকির বাড়ী , কসবা বাইরবাদ মোড়, ভাটিপারা , কামারের চর চৌধুরিবাড়ী মোড় সহ উপজেলার বিভিন্ন স্থানে গন সংযোগ ও পথসভা করেন , এ সময় তার সাথে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফ , সহ-সভাপতি হারুন জিলানী , বিশিষ্ট রাজনীতিবীদি ও সমাজ সেবক এম এ রশিদ বি এস সি , পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক মানিক কর্মকার , শ্রম সম্পাদক জেসমুল হুদা লেবু , জাপা নেতা মোহাম্মদ আলী , এস কে বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ এ ছাড়াও একাদিক মহিলা টীম লাঙ্গল প্রতিকের পক্ষে শহরে বিভিন্ন ওয়ার্ডে গন সংযোগ করেন . শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার লাঙ্গল প্রতীকের প্রেমিক ভোটারের উপস্থিতিতে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ মাহমুদুল হক মনি’র তার বক্তব্ বলেছেন যে আপনারা যদি আমার লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি নির্বাচিত হয়ে শেরপুর ১ আসনকে স্মার্ট আসন উপহার দিবো এবং শেরপুর বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাট, সেতু প্রকল্পে বিভিন্ন ব্রীজ নির্মাণ,হাট বাজারের উন্নয়ন মূলক কাজ করবেন বলে বক্তব্য রাখেন।

বিজনেস বাংলাদেশ/bh