০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে “কমিক কন ৩৬৫”

যারা কমিকস পড়েন তাদের জন্য সামনে আসছে কমিক-কন। মার্বেল, স্টার ওয়ারসসহ কমিক দুনিয়ার নানা চরিত্র এখন দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে। সেখানকার ইভেন্ট স্টেশন হলে কমিক চরিত্রগুলোর নানা রকম আয়োজন নিয়ে ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ শুরু হতে যাচ্ছে ইভেন্ট বক্স আয়োজিত “কমিক কন ৩৬৫”।

আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনে থাকছে কসপ্লে প্রতিযোগিতা, কসপ্লে ফটোগ্রাফি প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতা, বিট বক্সিং , হিপহপ ডান্স এবং কনসার্টের মতো আরও অনেক আয়োজন।

৩ ফেব্রুয়ারি কমিকন শুরু হবে সকাল ১১ টা থেকে। কমিকনে অগ্রিম টিকেটের দাম ৩০০ টাকা যা ২১ জানুয়ারি ২০২৪ তারিখের আগে টিকিফাই থেকে অনলাইনে সংগ্রহ করা যাবে। ২১ জানুয়ারির ২০২৪ পর থেকে সেই টিকেটের দাম ৪০০ টাকা।

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে মেধাবী অন্বেষণ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে “কমিক কন ৩৬৫”

প্রকাশিত : ০৬:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪

যারা কমিকস পড়েন তাদের জন্য সামনে আসছে কমিক-কন। মার্বেল, স্টার ওয়ারসসহ কমিক দুনিয়ার নানা চরিত্র এখন দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে। সেখানকার ইভেন্ট স্টেশন হলে কমিক চরিত্রগুলোর নানা রকম আয়োজন নিয়ে ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ শুরু হতে যাচ্ছে ইভেন্ট বক্স আয়োজিত “কমিক কন ৩৬৫”।

আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনে থাকছে কসপ্লে প্রতিযোগিতা, কসপ্লে ফটোগ্রাফি প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতা, বিট বক্সিং , হিপহপ ডান্স এবং কনসার্টের মতো আরও অনেক আয়োজন।

৩ ফেব্রুয়ারি কমিকন শুরু হবে সকাল ১১ টা থেকে। কমিকনে অগ্রিম টিকেটের দাম ৩০০ টাকা যা ২১ জানুয়ারি ২০২৪ তারিখের আগে টিকিফাই থেকে অনলাইনে সংগ্রহ করা যাবে। ২১ জানুয়ারির ২০২৪ পর থেকে সেই টিকেটের দাম ৪০০ টাকা।