০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

লজ্জাবতীর মত

লজ্জাবতীর মত
Z R Zia

চারদিকে এত উদযাপন
শীত উৎসব
পিঠাপুলি
বুকের মধ্যে কষ্টের মিছিল
তোলপাড় হাহাকার
আকুলিবিকুলি।

এই যে কনট্রাস্ট
এই যে বৈপরীত্য
এ কি জীবনের অংশ
না কি অভিনয়
প্রতারণা!

জীবনের রঙ্গমঞ্চে
দুঃখ, কষ্ট, হাসি, কান্না
সব একাকার।

এখানে সূর্য উঠে
মেঘ করে
বৃষ্টি নামে
ঝড় আসে।

ফুল ফোটে
ঝরে যায়
সংগোপনে প্রেম আসে
ভেঙে যায়
খানখান
কাঁচের মতন।

ভেঙে যায় মন
ভাঙে হৃদয়
তবুও মানুষ স্বপ্ন দেখে
স্বপ্ন দেখে আগামীর
স্বপ্ন বুকে অজানার পথে চলে।

লজ্জাবতীর মত
আঘাতে কুঁকড়ায়
আবার মিলে ধরে
সবুজ পাতা
লেখা হয় জীবনের
নতুন খাতা।

ট্যাগ :

সিসি ক্যামেরা থাকা ভোটকেন্দ্র নিয়ে ইসির নির্দেশনা

লজ্জাবতীর মত

প্রকাশিত : ০৪:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

লজ্জাবতীর মত
Z R Zia

চারদিকে এত উদযাপন
শীত উৎসব
পিঠাপুলি
বুকের মধ্যে কষ্টের মিছিল
তোলপাড় হাহাকার
আকুলিবিকুলি।

এই যে কনট্রাস্ট
এই যে বৈপরীত্য
এ কি জীবনের অংশ
না কি অভিনয়
প্রতারণা!

জীবনের রঙ্গমঞ্চে
দুঃখ, কষ্ট, হাসি, কান্না
সব একাকার।

এখানে সূর্য উঠে
মেঘ করে
বৃষ্টি নামে
ঝড় আসে।

ফুল ফোটে
ঝরে যায়
সংগোপনে প্রেম আসে
ভেঙে যায়
খানখান
কাঁচের মতন।

ভেঙে যায় মন
ভাঙে হৃদয়
তবুও মানুষ স্বপ্ন দেখে
স্বপ্ন দেখে আগামীর
স্বপ্ন বুকে অজানার পথে চলে।

লজ্জাবতীর মত
আঘাতে কুঁকড়ায়
আবার মিলে ধরে
সবুজ পাতা
লেখা হয় জীবনের
নতুন খাতা।