০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

মন তো পাখির মতন

  • Z R Zia 
  • প্রকাশিত : ০৭:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 150

চোখ গেল পাখির মত
মন গেল, মন গেল
আমিও ডাকি সারাবেলা
তাতে কী কারও মনে
এতটুকু মায়া হয়
কেউ কী শুনতে পায়
হৃদয়ের বরফ গলে
এতটুকু সাড়া দেয়!

বারে বারে ডেকে চলি
যদি তারে দেখা যায়
এতটুকু শোনা যায়
কাছাকাছি আসা যায়
যদি তার মন গলে
হয়ে অতি মায়াময়
মন গেল মন গেল
মরি আমি পিয়াসায়।

পাখি হলে ভাল হতো
উড়ে উড়ে ঘুরা যেত
জানালায় বসা যেত
মন গেল ডাকা যেত
তাকে একটু দেখা যেত
কাছে গিয়ে বসা যেত
হয়তো তার মায়া হতো
মন একটু গলে যেত।

হয়েছি পাখাহীন
পেয়েছি মানব জীবন
মন তো পাখির মতন
চোখ গেল সে শোনে
মন গেল সে শোনে না
সারাবেলা ডেকে চলি
পিয়াসায় মরে যাই
সে বুঝে না।

ট্যাগ :
জনপ্রিয়

মন তো পাখির মতন

প্রকাশিত : ০৭:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪

চোখ গেল পাখির মত
মন গেল, মন গেল
আমিও ডাকি সারাবেলা
তাতে কী কারও মনে
এতটুকু মায়া হয়
কেউ কী শুনতে পায়
হৃদয়ের বরফ গলে
এতটুকু সাড়া দেয়!

বারে বারে ডেকে চলি
যদি তারে দেখা যায়
এতটুকু শোনা যায়
কাছাকাছি আসা যায়
যদি তার মন গলে
হয়ে অতি মায়াময়
মন গেল মন গেল
মরি আমি পিয়াসায়।

পাখি হলে ভাল হতো
উড়ে উড়ে ঘুরা যেত
জানালায় বসা যেত
মন গেল ডাকা যেত
তাকে একটু দেখা যেত
কাছে গিয়ে বসা যেত
হয়তো তার মায়া হতো
মন একটু গলে যেত।

হয়েছি পাখাহীন
পেয়েছি মানব জীবন
মন তো পাখির মতন
চোখ গেল সে শোনে
মন গেল সে শোনে না
সারাবেলা ডেকে চলি
পিয়াসায় মরে যাই
সে বুঝে না।

বিজনেস বাংলাদেশ/DS