০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

ঈদ মাতাচ্ছে ‘প্রেমিকা এখন হোস্টেলে’

ঈদ মাতাচ্ছে ৭ পর্বেরধারাবাহিক  ‘প্রেমিকা এখন হোস্টেলে’। নাগরিক টিভিতে ঈদুল ফিতরের দিন থেকে রাত ৭টায় প্রচারিত হচ্ছে নির্মাতা নাসিম সাহনিকের রচনা চিত্রনাট্য পরিচালনায় ঈদুল ফিতর ২০২৪ এর বিশেষ সাত পর্বের ধারাবাহিক নাটক “প্রেমিকা এখন হোস্টেলে”। একটি গার্লস হোস্টেলের সাথে জড়িত বিভিন্ন মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে এই ধারাবাহিক নাটকের কাহিনী।
সি ক্লিক নিবেদিত স্মার্ট হোস্টেল সহনিবেদিত ঈদুল ফিতর ২০২৪ এর সাত পর্বের নাটক এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তামিম খন্দকার, কচি খন্দকার, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা, আযম খান, তানভির মাসুদ, তনুশ্রী, নীলা, পিংকি, মিম,সুমাইয়া, মামুন প্রমুখ।
অভিনেতা কচি খন্দকার জানান,একটি গার্লস হোস্টেলকেন্দ্রিক নানারকম চরিত্র আর তাদের পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে এই নাটকে। নাটকে আমার চরিত্রটি দর্শককে আনন্দ দিবে আমার বিশ্বাস।
অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা জানান,নাসিম সাহনিক ভাইয়ের সাথে নাটকে এটি আমার প্রথম কাজ। তিনি বেশ গুছিয়ে কাজ করেন। তার গল্প বলার ভঙ্গি আর নির্মাণশৈলীর ভক্ত হয়ে গিয়েছি আমি। গার্লস হোস্টেলে থাকা ভার্সিটি পড়ুয়া এক ছাত্রীর চরিত্রে কাজ করছি। আশা রাখি দর্শক চলচ্চিত্রটি দারুণ উপভোগ করবেন।
নির্মাতা নাসিম সাহনিক জানান, গার্লস হোস্টেলে থাকা বেশ কয়েকজন মেয়ের অভিজ্ঞতা জানবার সুযোগ হয়েছিল। এছাড়া গল্পের প্রয়োজনে বেশকিছু হোস্টেল স্টাডি করে চিত্রনাট্য করা হয়েছে এই ফিকশনটির। সকলে দারুণ অভিনয় করেছেন। আশা করা যায় দর্শকের ভালো লাগবে প্রডাকশনটি।

বিজনেস বাংলাদেশ/Bh

ট্যাগ :

ঈদ মাতাচ্ছে ‘প্রেমিকা এখন হোস্টেলে’

প্রকাশিত : ০৭:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

ঈদ মাতাচ্ছে ৭ পর্বেরধারাবাহিক  ‘প্রেমিকা এখন হোস্টেলে’। নাগরিক টিভিতে ঈদুল ফিতরের দিন থেকে রাত ৭টায় প্রচারিত হচ্ছে নির্মাতা নাসিম সাহনিকের রচনা চিত্রনাট্য পরিচালনায় ঈদুল ফিতর ২০২৪ এর বিশেষ সাত পর্বের ধারাবাহিক নাটক “প্রেমিকা এখন হোস্টেলে”। একটি গার্লস হোস্টেলের সাথে জড়িত বিভিন্ন মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে এই ধারাবাহিক নাটকের কাহিনী।
সি ক্লিক নিবেদিত স্মার্ট হোস্টেল সহনিবেদিত ঈদুল ফিতর ২০২৪ এর সাত পর্বের নাটক এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তামিম খন্দকার, কচি খন্দকার, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা, আযম খান, তানভির মাসুদ, তনুশ্রী, নীলা, পিংকি, মিম,সুমাইয়া, মামুন প্রমুখ।
অভিনেতা কচি খন্দকার জানান,একটি গার্লস হোস্টেলকেন্দ্রিক নানারকম চরিত্র আর তাদের পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে এই নাটকে। নাটকে আমার চরিত্রটি দর্শককে আনন্দ দিবে আমার বিশ্বাস।
অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা জানান,নাসিম সাহনিক ভাইয়ের সাথে নাটকে এটি আমার প্রথম কাজ। তিনি বেশ গুছিয়ে কাজ করেন। তার গল্প বলার ভঙ্গি আর নির্মাণশৈলীর ভক্ত হয়ে গিয়েছি আমি। গার্লস হোস্টেলে থাকা ভার্সিটি পড়ুয়া এক ছাত্রীর চরিত্রে কাজ করছি। আশা রাখি দর্শক চলচ্চিত্রটি দারুণ উপভোগ করবেন।
নির্মাতা নাসিম সাহনিক জানান, গার্লস হোস্টেলে থাকা বেশ কয়েকজন মেয়ের অভিজ্ঞতা জানবার সুযোগ হয়েছিল। এছাড়া গল্পের প্রয়োজনে বেশকিছু হোস্টেল স্টাডি করে চিত্রনাট্য করা হয়েছে এই ফিকশনটির। সকলে দারুণ অভিনয় করেছেন। আশা করা যায় দর্শকের ভালো লাগবে প্রডাকশনটি।

বিজনেস বাংলাদেশ/Bh