কয়েকদিনের টানা বর্ষণে জাপানে ৩৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে দেশটির পূর্বাঞ্চলে ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
দেশটির আবহায়া অধিদপ্তর বলছে, শনিবার রাত ৮টা ২৩ মিনিটে চিবা এলাকায় ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
যদিও প্রবল বৃষ্টিপাতের কারণে ওই দুই এলাকা থেকে আগেই অন্তত ১৬ লাখ বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিধস, নদীর পানি বৃদ্ধি ও শক্তিশালী বাতাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে জাপানের প্রধান দ্বীপ হনশুর পশ্চিমাঞ্চলের অন্তত চারটি এলাকায়।
ঐতিহাসিক বর্ষণে রাজধানী টোকিও থেকে ছয়শ কিলোমিটার দূরের শিকোকু দ্বীপের মোতোইয়ামা শহরে গত শুক্র ও শনিবার সকালে পাঁচশ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেটা রেকর্ড পরিমাণ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


























