স্কুলবাসে বান্ধবীর জন্য রাখা আসনে বসায় একাদশ শ্রেণির এক ছাত্রকে ছুরি দিয়ে জখম করেছে এক ছাত্র। বান্ধবীর জন্য রাখা আসনে বসে পড়া নিয়ে বিতর্কের জেরে ঐ ছাত্রকে ছুরিকাঘাত করে দ্বাদশ শ্রেণির আরেক ছাত্র।
অভিযুক্ত ছাত্র ওই ছাত্রীর ছেলেবন্ধু। বান্ধবীকে পাশে বসানোর জন্য আসন সংরক্ষণ করেছিলেন তিনি। কিন্তু একাদশ শ্রেণির ছাত্র বারণ না মেনে ওই আসনে বসে পড়লে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এমনি ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার দমদমে। ঐ তিন শিক্ষার্থীই স্থানীয় দমদম আদিত্য অ্যাকাডেমিতে পড়ছে। খবর জি নিউজের।
জানা যায়, ঘটনার সময় স্কুল থেকে বাড়ি ফিরছিলেন তিন শিক্ষার্থী। এর মধ্যে একাদশ শ্রেণির ছাত্রীর পাশে বসার জন্য আসন সংরক্ষণ করে অভিযুক্ত ছাত্র। কিন্তু ওই আসনে বসে পড়ে আম্মান সিং। এর পরই রাস্তার পাশে সবজি দোকানে থাকা ছুরি নিয়ে আম্মান সিংয়ের ওপর হামলা চালায় অভিযুক্ত দ্বাদশ শ্রেণির ছাত্রটি।
হামলায় গুরুতর জখম হয় আম্মান সিং। সঙ্গে সঙ্গেই তাকে দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত ঐ ছাত্র পলাতক রয়েছে। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।


























