০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

সাংবাদিক মিঠুকে বাঁচাতে দুই দিনব্যাপী বিশেষ আয়োজন

ফাইজা নুজহাত হোসাইন জারা, বয়স প্রায় সাড়ে ৫বছর। ও যখন ওর বাবা ফরহাদ হোসাইন মিঠুর অসুস্থতার কথা বলে- তখন পৃথিবীর যেকোন হৃদয়বান মানুষের পক্ষে নিজেকে ধরে রাখা কঠিন।সাংবাদিক, অভিনেতা ও সাংস্কৃতিক কর্মী ফরহাদ হোসাইন মিঠুর দুটি কিডনীই বিকল এবং তাকে সপ্তাহে দুইদিন ডায়ালাইসিস করতে হয়। বর্তমানে তিনি প্রফেসর ডা. হারুন অর রশিদ নিকট চিকিৎসাধীন। মিঠুর চিকিৎসার জন্য পঁচিশ লাখ টাকা প্রয়োজন।

ছাত্রজীবন থেকেই মিঠু রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বৃহত্তর ৪৩নং ওয়ার্ড (সাবেক) এর সভাপতি ছিলেন ১৯৯১-১৯৯৫ পর্যন্ত। ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘শাপলা কুঁড়ির আসর’ গেন্ডারিয়া শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গৌরব-৭১ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক। ফরহাদ হোসাইন মিঠু সাংস্কৃতিক কর্মী হিসেবে সকল প্রগতিশীল আন্দোলনেই সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি।

এজন্য প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাকে বাঁচাতে দুই দিনব্যাপী নাট্য আয়োজন করতে যাচ্ছে তারুণ্যদ্দীপ্ত নাট্যদল নাটুকে। রাজধানীর বেইলি রোডের নাটক সরণির মহিলা সমিতি ভবনের ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ১২ ও ১৩ জুলাই চলবে এই আয়োজন। দুই দিনব্যাপী আয়োজনে রয়েছে মিঠুর কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের সাহায্যার্থে নাটক প্রদর্শনী, ‘নাটুকে প্রণোদনা পদক-২০১৮’ এবং আলোচনা অনুষ্ঠান।  এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট সানজিদা খানম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বীর মুক্তিযুদ্ধা ও স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান প্যাটেল, আইটিআইএর সম্মানিত সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, সাবেক রাষ্ট্রদূত ওয়ালি উর রহমান, শিল্পী সবিহ উল আলম, নাট্যজন লাকী ইনাম, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ কামালউদ্দিন, শিল্পী কামাল পাশা চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ এবং নাট্যজন খোরশেদুল আলম।

জানা যায়, বিবিএস পাস করে মিঠুর কর্মজীবন ব্যবসা দিয়ে শুরু হলেও সেটা খুব বেশি স্থায়ী হয়নি। এরপর সাংবাদিকতার শুরু। সংবাদ সময় ২৪ ডট কম এর বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে শিক্ষামূলক অনুষ্ঠান যেমন সাইফুর’স এর ‘ক্যারিয়ার-ক্যারিয়ার’, এফএম মেথডের ‘সৃজনশীল পদ্ধতির ইংরেজি শিক্ষা’র পরিচালক হিসেবে কাজ করেছেন।

পরিবারের তিন ভাই-বোনের মধ্যে ফরহাদ হোসাইন মিঠু বড় এবং একমাত্র উপার্জনক্ষম। বৃদ্ধ বাবা-মা, সংসারে রয়েছে স্ত্রী ও চার বছরের কন্যা। এমতাবস্থায়, উপার্জনহীন মিঠুর পক্ষে চিকিৎসার ব্যয়ভার নির্বাহ করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। স্নেহময়ী শিশুকন্যা, বৃদ্ধ পিতা-মাতা আর প্রিয়তমা স্ত্রীর সাথে মায়াময় এই পৃথিবীতে আর কিছুদিন বেঁচে থাকার জন্য মিঠু সবার কাছে সাহায্য প্রার্থনা করেছেন।

ফরহাদ হোসাইন মিঠুকে সাহায্য পাঠানোর ঠিকানা :
ফরহাদ হোসাইন
সঞ্চয়ী হিসাব নং 118-101-51511
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
ইসলামপুর শাখা
যোগাযোগ ও বিকাশ : 01718-175969
এইচএস

ট্যাগ :

রামগঞ্জে হতদরিদ্র হৃদয়ের স্বপ্ন পুরন করবে স্মার্ট জহির

সাংবাদিক মিঠুকে বাঁচাতে দুই দিনব্যাপী বিশেষ আয়োজন

প্রকাশিত : ০৭:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮

ফাইজা নুজহাত হোসাইন জারা, বয়স প্রায় সাড়ে ৫বছর। ও যখন ওর বাবা ফরহাদ হোসাইন মিঠুর অসুস্থতার কথা বলে- তখন পৃথিবীর যেকোন হৃদয়বান মানুষের পক্ষে নিজেকে ধরে রাখা কঠিন।সাংবাদিক, অভিনেতা ও সাংস্কৃতিক কর্মী ফরহাদ হোসাইন মিঠুর দুটি কিডনীই বিকল এবং তাকে সপ্তাহে দুইদিন ডায়ালাইসিস করতে হয়। বর্তমানে তিনি প্রফেসর ডা. হারুন অর রশিদ নিকট চিকিৎসাধীন। মিঠুর চিকিৎসার জন্য পঁচিশ লাখ টাকা প্রয়োজন।

ছাত্রজীবন থেকেই মিঠু রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বৃহত্তর ৪৩নং ওয়ার্ড (সাবেক) এর সভাপতি ছিলেন ১৯৯১-১৯৯৫ পর্যন্ত। ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘শাপলা কুঁড়ির আসর’ গেন্ডারিয়া শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গৌরব-৭১ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক। ফরহাদ হোসাইন মিঠু সাংস্কৃতিক কর্মী হিসেবে সকল প্রগতিশীল আন্দোলনেই সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি।

এজন্য প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাকে বাঁচাতে দুই দিনব্যাপী নাট্য আয়োজন করতে যাচ্ছে তারুণ্যদ্দীপ্ত নাট্যদল নাটুকে। রাজধানীর বেইলি রোডের নাটক সরণির মহিলা সমিতি ভবনের ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ১২ ও ১৩ জুলাই চলবে এই আয়োজন। দুই দিনব্যাপী আয়োজনে রয়েছে মিঠুর কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের সাহায্যার্থে নাটক প্রদর্শনী, ‘নাটুকে প্রণোদনা পদক-২০১৮’ এবং আলোচনা অনুষ্ঠান।  এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট সানজিদা খানম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বীর মুক্তিযুদ্ধা ও স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান প্যাটেল, আইটিআইএর সম্মানিত সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, সাবেক রাষ্ট্রদূত ওয়ালি উর রহমান, শিল্পী সবিহ উল আলম, নাট্যজন লাকী ইনাম, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ কামালউদ্দিন, শিল্পী কামাল পাশা চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ এবং নাট্যজন খোরশেদুল আলম।

জানা যায়, বিবিএস পাস করে মিঠুর কর্মজীবন ব্যবসা দিয়ে শুরু হলেও সেটা খুব বেশি স্থায়ী হয়নি। এরপর সাংবাদিকতার শুরু। সংবাদ সময় ২৪ ডট কম এর বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে শিক্ষামূলক অনুষ্ঠান যেমন সাইফুর’স এর ‘ক্যারিয়ার-ক্যারিয়ার’, এফএম মেথডের ‘সৃজনশীল পদ্ধতির ইংরেজি শিক্ষা’র পরিচালক হিসেবে কাজ করেছেন।

পরিবারের তিন ভাই-বোনের মধ্যে ফরহাদ হোসাইন মিঠু বড় এবং একমাত্র উপার্জনক্ষম। বৃদ্ধ বাবা-মা, সংসারে রয়েছে স্ত্রী ও চার বছরের কন্যা। এমতাবস্থায়, উপার্জনহীন মিঠুর পক্ষে চিকিৎসার ব্যয়ভার নির্বাহ করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। স্নেহময়ী শিশুকন্যা, বৃদ্ধ পিতা-মাতা আর প্রিয়তমা স্ত্রীর সাথে মায়াময় এই পৃথিবীতে আর কিছুদিন বেঁচে থাকার জন্য মিঠু সবার কাছে সাহায্য প্রার্থনা করেছেন।

ফরহাদ হোসাইন মিঠুকে সাহায্য পাঠানোর ঠিকানা :
ফরহাদ হোসাইন
সঞ্চয়ী হিসাব নং 118-101-51511
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
ইসলামপুর শাখা
যোগাযোগ ও বিকাশ : 01718-175969
এইচএস