ইসরায়েলি আরব সংসদ সদস্যদের তীব্র বিরোধিতা সত্ত্বেও দেশটিকে ইহুদি জাতীয় রাষ্ট্র ঘোষণার জন্য বিল পাশ করা হয়েছে। জাতীয় সংসদ ‘নেসেট’ বুধবার বিলটি পাস হওয়ার আগে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এদিকে, তীব্র সমালোচনার মুখেই ইসরায়েলি প্রধানমন্ত্রী এটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন।
এ ব্যাপারে বিবিসি ও আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত এই আইনের ফলে ইসরায়েলের জাতীয় স্বার্থেই বসতি স্থাপন আরও বাড়াতে পারবে তেলআবিব। এছাড়া নতুন আইন অনুযায়ী ‘পূর্ণাঙ্গ ও সমন্বিত’ জেরুজালেম হবে ইসরায়েলের রাজধানী।
এদিকে, বুধবার নেসেট অনুষ্ঠিত ভোটের আগে আট ঘণ্টার উত্তপ্ত আলোচনা হয়। এরপর ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট দেন ৬২ জন সংসদ সদস্য। আর বিপক্ষে ভোট পড়ে ৫৫টি।


























