ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের (দুর্নীতি দমন কমিশন) মামলায় উপ-সহকারী পরিচালক নাজির আকন্দ গতকাল (১৫ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করেছেন।
বুধবার (১৬ অক্টোবর) তাকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম বলেন ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে দুদকের মামলায় গ্রেপ্তারের সময় হাইকোর্ট থেকে ২ মাসের আগাম জামিনে আছেন জানাননি। দুদকে আনার পরে তাঁর জামিনের বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তাকে জানালে জামিনের কাগজপত্র যাচাই- বাচাই করে তাঁকে আদালতে সোপর্দ না করে ছেড়ে দেয়া হয়।
এর আগে গত ২০ আগস্ট সুধাংশু শেখরের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ডাক বিভাগের ‘পোস্ট-ই-সেন্টার’ শীর্ষক প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা থেকে ৫০০টি এইচইপি এমএল-৩০ সার্ভার এবং ইউপিএস কেনা হয়। তবে, এই যন্ত্রপাতি ব্যবহার না করে সরকারি অর্থের অপব্যবহার করা হয়েছে এবং এর মাধ্যমে সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯-এর ২৩ ধারা লঙ্ঘন করা হয়েছে।
সরকারি মালিকানাধীন টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সাথে এ চুক্তি করে ডাক বিভাগ।
উল্লেখ্য, ২০২০ সালে দুর্নীতির অভিযোগে সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
বিজনেস বাংলাদেশ/ডিএস




















