ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের মান্দি জেলায় একটি আবাসিক ভবনে আগুন লেগে এক পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার ভোরে মান্দির নের চকের ঘনবসতিপূর্ণ একটি এলাকায় এ ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণে অন্যান্য যারা ওই ভবনটিতে আটকা পড়েছিলেন তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই দমকলের তিনটি গাড়ি গিয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে।
টেলিফোনে মান্দির জেলা হাকিম রুগভেদ ঠাকুর বলেছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ক্ষতিগ্রস্তদের সব রকমের সহযোগিতা দেয়া হচ্ছে।” আগুন লাগার কারণ বের করতে একটি তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সূত্র: এনডিটিভি


























