পাকিস্তানে বিরোধীদলগুলোর প্রস্তাবিত প্রধানমন্ত্রীর নাম অনুমোদন দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এছাড়া ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।
বর্তমানে পাকিস্তানের আদিলালা কারাগারে রয়েছেন নওয়াজ শরিফ। সেই কারাগারেই তার মেয়ে মরিয়ম নওয়াজ এবং তার জামাই মুহাম্মদ সফদার রয়েছেন। তাদের সঙ্গে সাক্ষাৎ করে পিএমএল-এনের নেতারা এ তথ্য জানান।
জানা গেছে, দেশটির বিরোধী দলগুলোর সঙ্গে একযোগে যৌথ রাজনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছেন নওয়াজ।
কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিএমএল-এন নেতারা বলেন, সাধারণ নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে মনে করেন নওয়াজ। ফলে দেশটির জনগণের অধিকার হরণ করা হয়েছে বলেও মনে করেন তিনি।


























