পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশে যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৫ জন।
শনিবার প্রদেশের কোহাট জেলার সামারি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটি বুনার থেকে করাচি যাচ্ছিল।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ৫০ জন যাত্রী নিয়ে বানির জেলা থেকে বন্দরনগরী করাচীর উদ্দেশে যাত্রা করেছিল বাসটি। পথিমধ্যে এটি দুর্ঘটনার শিকার হয়। এতে নিহতদের মধ্যে দুই নারী এবং দুই শিশুও রয়েছে।
পাকিস্তানে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। দেশটির দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থাই এর প্রধান কারণ।


























