নবনির্বাচিত পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সৎমেয়ে মেহেরুন্নিসা হায়াত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিতে যোগ দিয়েছেন।
সোমবার ইমরানের সঙ্গে বৈঠকের পর মেহেরুন্নিসা পিটিআইতে যোগ দেন। তিনি ইমরানের স্ত্রী বুশরা মানিকার মেয়ে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইমরান খান সোমবার আনুষ্ঠানিকভাবে পিটিআইয়ের প্রধানমন্ত্রী প্রার্থী মনোনীত হয়েছেন। এ–সংক্রান্ত বৈঠকের পর দলটিতে যোগ দেন মেহেরুন্নিসা। পিটিআইপ্রধান ইমরানের সঙ্গে বৈঠকের সময় মেহেরুন্নিসার মা বুশরা উপস্থিত ছিলেন।
গত ফেব্রুয়ারিতে লাহোরে ইমরান বিয়ে করেন বুশরাকে। ইমরানের সঙ্গে বিয়ের পর বুশরা জনসমক্ষে আসেননি এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি।
উল্লেখ্য, গত ২৫ জুলাই পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে জয়লাভ করে ইমরানের দল পিটিআই। আগামী ১৪ আগস্ট পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।


























