০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

অস্ট্রেলিয়ার ১২৪ বছরের ইতিহাসে প্রথম ক্ষমতায় থাকায় অবস্থায় বিয়ে করলেন প্রধানমন্ত্রী। ক্যানবেরায় সরকারি বাসভবনে ৫ বছরের প্রেমিকার সাথে গাঁটছড়া বাঁধলেন অ্যান্হনি আলবানিজ। পাত্রী ১৬ বছরের ছোট জোডি হেইডন। শনিবার (২৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

বিয়েতে ছিলো না তেমন চোখধাধানো আয়োজন। আলবানিজ-জোডির জীবনের এই গুরুত্বপূর্ণ মুহুর্তে উপস্থিত ছিলো কিছু ঘনিষ্ঠ বন্ধু আর স্বজন। ফ্লাওয়ার গার্লের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলো জোডির ৫ বছরের ভাগনী এলা। অফিসে বিয়ের মূল রীতি শেষে প্রধানমন্ত্রী ব্যক্তিগত বাসভবন ‘দ্যা লজে’ আয়োজিত হয় বাদবাকি আনুষ্ঠানিকতা।

অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন জোডি হেইডন। বর্তমানে বিনিয়োগ এবং পুজি সংশ্লিষ্ঠ বিশ্লেষক হিসেবে কাজ করছেন।

এর আগে, ২০১৯ সালে মেলবোর্নে একটি বাণিজ্যিক সম্মেলনে প্রথম দেখা হয় আলবানিজ-জোডির। ২০২২ সালে নির্বাচনের সময় তাদের সম্পর্কের বিষয়কে প্রকাশ্যে আসে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

প্রকাশিত : ০৪:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ার ১২৪ বছরের ইতিহাসে প্রথম ক্ষমতায় থাকায় অবস্থায় বিয়ে করলেন প্রধানমন্ত্রী। ক্যানবেরায় সরকারি বাসভবনে ৫ বছরের প্রেমিকার সাথে গাঁটছড়া বাঁধলেন অ্যান্হনি আলবানিজ। পাত্রী ১৬ বছরের ছোট জোডি হেইডন। শনিবার (২৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

বিয়েতে ছিলো না তেমন চোখধাধানো আয়োজন। আলবানিজ-জোডির জীবনের এই গুরুত্বপূর্ণ মুহুর্তে উপস্থিত ছিলো কিছু ঘনিষ্ঠ বন্ধু আর স্বজন। ফ্লাওয়ার গার্লের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলো জোডির ৫ বছরের ভাগনী এলা। অফিসে বিয়ের মূল রীতি শেষে প্রধানমন্ত্রী ব্যক্তিগত বাসভবন ‘দ্যা লজে’ আয়োজিত হয় বাদবাকি আনুষ্ঠানিকতা।

অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন জোডি হেইডন। বর্তমানে বিনিয়োগ এবং পুজি সংশ্লিষ্ঠ বিশ্লেষক হিসেবে কাজ করছেন।

এর আগে, ২০১৯ সালে মেলবোর্নে একটি বাণিজ্যিক সম্মেলনে প্রথম দেখা হয় আলবানিজ-জোডির। ২০২২ সালে নির্বাচনের সময় তাদের সম্পর্কের বিষয়কে প্রকাশ্যে আসে।

ডিএস./