গাজায় বুধবার রাতে ইসরাইলের বিমান হামলায় এক শিশু ও তার অন্তঃসত্ত্বা মা-সহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার গাজায় হামাস কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপি’র।
হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজার মধ্যাঞ্চলীয় জাফরাউইতে ইসরাইলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা এনাস খামাস (২৩) ও তার ১৮ মাসের মেয়ে বায়ান নিহত এবং তার স্বামী আহত হয়েছে। এই হামলায় এক হামাস যোদ্ধা নিহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে ইসরাইল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।


























