তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে অভিবাসীদের একটি নৌকা দেশটির উপকূলে ডুবে ৭ শিশু ও ২ নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালের এ ঘটনায় অন্য ৪ অভিবাসীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এসব অভিবাসীরা গ্রিস যাওয়ার চেষ্টা করছিল। তবে তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কিছু জানা যায়নি।
স্থানীয় কর্মকর্তারা জানান, নিহতদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। সাগরে আর কেউ নেই।


























