তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক অচল হয়ে যেতে পারে। ন্যাটো সামরিক জোটের দুই সদস্য দেশের মধ্যে যখন উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে তখন তিনি এ মন্তব্য করলেন।
দৈনিক নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক কলামে এরদোগান শনিবার বলেছেন, মার্কিন এককেন্দ্রিকতাবাদ বন্ধ করতে হবে এবং তার দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমেরিকা যদি আমাদের দেশ ও দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান না দেখায় এবং যদি আমাদের জাতি বিপদের মুখে পড়ে তাহলে আমাদের বন্ধুত্ব অচল হয়ে যেতে পারে।
এরদোগান সতর্ক করে বলেন, যদি ওয়াশিংটন আংকারার সঙ্গে সম্পর্ক ধ্বংস করে তবে তুরস্ক নতুন অংশীদার খুঁজে বের করবে। অনেক বেশ দেরি হওয়ার আগেই ওয়াশিংটনকে ভুল ধারণা বাদ দিতে হবে।
মার্কিন পাদ্রি অ্যান্ড্রু ব্রানসনকে আটক করাসহ বেশ কয়েকটি ইস্যুতে তুরস্ক ও আমেরিকার মধ্যকার সম্পর্ক অনেকটা ডুবন্ত অবস্থায় পড়েছে।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার বার্তায় বলেছিলেন, পাদ্রি অ্যান্ড্রু ব্রানসনকে মুক্তি না দিলে তুরস্কের বিরুদ্ধে বড় রকমের নিষেধাজ্ঞা আরোপ করব।


























