তাইওয়ানের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নয় জন নিহত হয়েছেন। এসময় আরো ১৫ জন আহত হন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ভোরের দিকে নিউ তাইপে শহরের ওয়েইফু হাসপাতালের সপ্তম তলার একটি ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডে হাসপাতালের রোগী ও কর্মীসহ মোট ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কীভাবে ওই হাসপাতালে আগুন লাগলো, সে বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট কিছু না বললেও স্থানীয় পত্রিকাগুলো ওয়ার্ডের বেডের সঙ্গে থাকা বৈদ্যুতিক সংযোগে গোলাযোগের কথা বলেছে।
বিবিসি জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার পরপরই ওই হাসপাতাল থেকে ৩৩ জন রোগী এবং তিনজন কর্মীকে সরিয়ে নেয়া হয়।
স্থানীয় বার্তা সংস্থা সিএনএ এর প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ সেখানে ধোয়া নিষ্কাশন সিস্টেম খুঁজে পায়নি। যদিও তা থাকা বাধ্যতামূলক।
তাইপে থেকে বিবিসির প্রতিবেদক সিনডি জানান, অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থা কঠোরভাবে প্রয়োগ না করার কারণে তাইওয়ানে প্রায়ই এ ধরণের ঘটনা ঘটে।
এর আগে ২০১২ সালে দেশটির একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ রোগীর মৃত্যু হয় এবং আরো ৬০ জন আহত হন।


























