মালয়েশিয়ার সরকার বাংলাদেশ সরকারের অনুমোদন পাওয়া সব রিক্রুটিং এজেন্সিকে দেশটিতে কর্মী পাঠানোর সুযোগ দিতে যাচ্ছে। মঙ্গলবার মালয়েশিয়ার পার্লামেন্ট ভবনে বিদেশি কর্মীদের ব্যবস্থাপনা শীর্ষক এক বৈঠকে এ কথা জানান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
এ বিষয়ে সংশ্লিষ্ট বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কর্মী নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে তদারকি করছে তার সরকার। বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন মাত্র ১০টি এজেন্সি একচেটিয়া কর্মী পাঠানোর সুযোগ পাওয়ায় কর্মীদের জনপ্রতি ২০ হাজার মালয়েশিয় রিঙ্গিত দিতে হয় এজেন্সিগুলোকে।
তাই বাংলাদেশ থেকে যেসব অনুমোদিত এজেন্সী বিদেশে কর্মী পাঠায় শিগগিরই তাদের সবাইকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন দেয়া হবে। এতে করে এজেন্সিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়বে।


























