আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছে। এসময় আরো ৬৭ জন আহত হয়।
দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে। কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশ বলছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে বুধবার নিয়মিত ক্লাস চলছিল। ওই সময়ে এক আত্মঘাতী বোমা হামলাকারী হেঁটে সেখানে প্রবেশ করে এবং শরীরে বাঁধা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়।
নিহতদের মধে বেশিরভাগই তরুণ। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার প্রস্তুতি নিতে ওই কোচিং সেন্টারে ক্লাস করছিল।
তালেবান এ হামলার দায় স্বীকার করেনি। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তারা এ হামলায় জড়িত নন।
এদিকে বুধবার ভোরেই দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানে একটি সেনাপোস্টে তালেবানের হামলায় নয় পুলিশ ও ৩৫ সেনা নিহত হয়।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সম্প্রতি জঙ্গি হামলা অনেক বেড়ে গেছে। কয়েকদিন আগে তালেবান যোদ্ধারা পূর্বের নগরী গাজনিতে হামলা চালিয়ে এর একাংশ দখল করে নেয়। সেখানে সেনাবাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে। সূত্র: বিবিসি


























