মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সোমবার তার দেশের আর্থিক সমস্যা সমাধানে সহায়তার জন্যে চীনের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মালয়েশিয়ার সাবেক দুর্নীতিবাজ সরকারের শাসনামলে চীনের সঙ্গে যে প্রকল্পগুলো স্বাক্ষরিত হয়েছে তা সংশোধনের কথাও বলেছেন তিনি।
৯৩ বছর বয়সী মাহাথির বলেন, চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর সঙ্গে মালয়েশিয়ার স্বাক্ষরিত বেশ কয়েকটি চুক্তির বিরোধী। এই চুক্তিগুলো মালয়েশিয়ার সাবেক নাজিব রাজাক সরকারের দুর্নীতিবাজ প্রশাসনের অধীনে স্বাক্ষরিত হয়।
মাহাথির সরকার ইতিমধ্যে একটি বৃহৎ রেল সংযোগসহ চীনা সহায়তার বেশ কয়েকটি প্রকল্প বাতিল করেছে। এছাড়া মাহাথির চীনে তার পাঁচ দিনের সফরকালে দেশটির সঙ্গে কিছু অন্যায্য চুক্তির কথা তুলে ধরারও প্রতিশ্রুতি দিয়েছিলেন।
বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মাহাথির কৃষি পণ্য বিশেষত ফল আমদানিতে সম্মত হওয়ায় চীনকে ধন্যবাদ জানান। তবে তিনি বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির কাছ থেকে তিনি এর চেয়ে আরও বেশি কিছু আশা করেন।
নয় বছরের শাসন আমলে অবৈধভাবে মোটা অর্থের বিনিময়ে নাজিব বেইজিংয়ের সঙ্গে কিছু চুক্তি করেন। গত সপ্তাহে চীনের সাথে সাবেক প্রশাসনের করা চুক্তিগুলো বাতিল করার ইচ্ছা প্রকাশ করেন মাহাথির।


























