১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

আইসিসিতে দুতের্তের বিরুদ্ধে অভিযোগ

মানবাধিকার কর্মীরা এবং ফিলিপাইনের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ আট ভুক্তভোগীর পরিবারগুলো দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি অভিযোগ দায়ের করেছেন। হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী করে দ্বিতীয়বারের মতো তার বিরুদ্ধে এই অভিযোগ করা হলো।

৫০ পাতার অভিযোগটিতে দুতের্তের মাদকের বিরুদ্ধে অভিযানের সময়ে কথিত হাজার হাজার বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের জন্য তাকে অভিযুক্ত করার আহ্বান জানানো হয়। দুই বছরব্যাপী অভিযানে ফিলিপাইনের পুলিশ প্রায় সাড়ে চার হাজারের মতো মানুষকে হত্যা করে, যা আন্তর্জাতিক সতর্কবার্তার কারণ হয়।

দুতের্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করা গ্রুপটির একজন প্রতিনিধি ও আইনজীবী নেরি কলমেনারেস বলেন, ‘নির্বিচারে হত্যায় অংশ নিতে রাষ্ট্রীয় পুলিশকে আদেশ দেওয়ার জন্য দুতের্তে ব্যক্তিগতভাবে দায়ী।’

২০১৭ সালের এপ্রিল মাসে একজন ফিলিপিনো আইনজীবী এবং দুইজন বিরোধী দলীয় আইনপ্রণেতা মঙ্গলবার আইসিসিতে দায়ের করা অভিযোগটির মতো আরো একটি অভিযোগ দায়ের করেছিলেন।

নতুন অভিযোগের বিষয়ে প্রেসিডেন্টের একজন মুখপাত্র হ্যারি রকু বলেন, নতুন আবেদনটি ‘ব্যর্থ হবে’, কারণ ফিলিপাইন এখন আর আইসিসির রোম সংবিধির আওতাধীন নয়। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে দুতের্তে একতরফাভাবে আইসিসি থেকে ফিলিপাইনকে প্রত্যাহার করে নেন।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আইসিসিতে দুতের্তের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত : ১২:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮

মানবাধিকার কর্মীরা এবং ফিলিপাইনের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ আট ভুক্তভোগীর পরিবারগুলো দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি অভিযোগ দায়ের করেছেন। হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী করে দ্বিতীয়বারের মতো তার বিরুদ্ধে এই অভিযোগ করা হলো।

৫০ পাতার অভিযোগটিতে দুতের্তের মাদকের বিরুদ্ধে অভিযানের সময়ে কথিত হাজার হাজার বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের জন্য তাকে অভিযুক্ত করার আহ্বান জানানো হয়। দুই বছরব্যাপী অভিযানে ফিলিপাইনের পুলিশ প্রায় সাড়ে চার হাজারের মতো মানুষকে হত্যা করে, যা আন্তর্জাতিক সতর্কবার্তার কারণ হয়।

দুতের্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করা গ্রুপটির একজন প্রতিনিধি ও আইনজীবী নেরি কলমেনারেস বলেন, ‘নির্বিচারে হত্যায় অংশ নিতে রাষ্ট্রীয় পুলিশকে আদেশ দেওয়ার জন্য দুতের্তে ব্যক্তিগতভাবে দায়ী।’

২০১৭ সালের এপ্রিল মাসে একজন ফিলিপিনো আইনজীবী এবং দুইজন বিরোধী দলীয় আইনপ্রণেতা মঙ্গলবার আইসিসিতে দায়ের করা অভিযোগটির মতো আরো একটি অভিযোগ দায়ের করেছিলেন।

নতুন অভিযোগের বিষয়ে প্রেসিডেন্টের একজন মুখপাত্র হ্যারি রকু বলেন, নতুন আবেদনটি ‘ব্যর্থ হবে’, কারণ ফিলিপাইন এখন আর আইসিসির রোম সংবিধির আওতাধীন নয়। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে দুতের্তে একতরফাভাবে আইসিসি থেকে ফিলিপাইনকে প্রত্যাহার করে নেন।