বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এ্যান্ড ইকোনোমিক কো-অপেরেশন (বিমসটেক) এর ১৬ তম পররাষ্ট্রমন্ত্রীপর্যায়ের বৈঠক শুরু হয়েছে নেপালের রাজধানী কাঠমন্ডু শহরে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছে নেপালের গণমাধ্যম দ্যা হিমালয়ান টাইমস।
বিমসটেকের সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীরা এ বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠক শেষে মন্ত্রীরা তাদের বিবৃতি জানাবেন। মন্ত্রী পর্যয়ের বৈঠকে বিমসটেকের মহাসচিবের প্রতিবেদন এবং সংস্থার ১৯তম জোষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকের প্রতিবেদন উপস্থাপিত হতে পারে বলে জানা যায়।
বৈঠকে চতুর্থ বিমসটেক সামিটের সর্বশেষ প্রস্তুতি, বিমসটেক কনভেশনের সম্পন্নকরণ সম্পর্কে আলোচনা হতে পারে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি.কে সিং, মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কায়াউ টিন, শ্রীলংকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভাসান্থা সেনা নায়েকে, থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদউইনাই, ভূটানের পররাষ্ট্র সচিব সোনাম সং বৈঠকে সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।


























