১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চিত্রনায়ক রিয়াজের আজ জন্মদিন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
  • 251

চিত্রনায়ক রিয়াজের আজ জন্মদিন। এবার জন্মদিনকে ঘিরে তেমন কোন অনুষ্ঠানের আয়োজন করেননি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়ক। কাছের মানুষদের সাথে নিয়েই এই দিনটি পালন করবেন তিনি। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিয়াজ ভক্তদের জন্য ‘লাভার বয় রিয়াজ’ নামে একটি গ্রুপ আছে।

বেশ সচল এই গ্রুপের সদস্যরা প্রিয় নায়ক রিয়াজের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। কেক কাটা এবং নায়ক রিয়াজের সময় কিছুটা সময় কাটাবেন বলেও জানা গেছে। এছাড়া সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতিতে রিয়াজের জন্মদিনে কেক কাটার আয়োজন করা হয়েছে।

ঢাকাই ছবির ক্রান্তিকালের ক্যাপেন্ট নায়ক রিয়াজ। অশ্লীল যুগে যখন ডুবতে বসেছিল চলচ্চিত্র শিল্পের মান তখন রিয়াজ হাল ধরেছিলেন একাই! তিনিই মধ্যবিত্ত ও শিক্ষিত শ্রেণির দর্শকদের হলে ধরে রেখেছিলেন শাবনূর-পূর্ণিমার সাথে জুটি বেঁধে। উপহার দিয়েছেন দর্শকনন্দিত ও সুপারহিট সব ছবি।

দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে মধ্যে অজান্তে, হৃদয়ের আয়না, প্রাণের চেয়ে প্রিয়, তুমি শুধু তুমি, ভালোবাসি তোমাকে, এ জীবন তোমার আমার, পৃথিবী তোমার আমার, অন্তরে ঝড়, ও প্রিয়া তুমি কোথায়, মনের মাঝে তুমি, ভালোবাসা কারে কয়, মাটির ফুল,রঙ নাম্বার, টাকা, মোল্লা বাড়ির বউ, হৃদয়ের কথা, সাথী তুমি কার, তোমাকেই খুঁজছি, ছোট্ট একটু ভালোবাসা, আকাশ ছোঁয়া ভালোবাসা, বাঁধা ইত্যাদি।

ট্যাগ :
জনপ্রিয়

চিত্রনায়ক রিয়াজের আজ জন্মদিন

প্রকাশিত : ০৪:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭

চিত্রনায়ক রিয়াজের আজ জন্মদিন। এবার জন্মদিনকে ঘিরে তেমন কোন অনুষ্ঠানের আয়োজন করেননি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়ক। কাছের মানুষদের সাথে নিয়েই এই দিনটি পালন করবেন তিনি। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিয়াজ ভক্তদের জন্য ‘লাভার বয় রিয়াজ’ নামে একটি গ্রুপ আছে।

বেশ সচল এই গ্রুপের সদস্যরা প্রিয় নায়ক রিয়াজের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। কেক কাটা এবং নায়ক রিয়াজের সময় কিছুটা সময় কাটাবেন বলেও জানা গেছে। এছাড়া সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতিতে রিয়াজের জন্মদিনে কেক কাটার আয়োজন করা হয়েছে।

ঢাকাই ছবির ক্রান্তিকালের ক্যাপেন্ট নায়ক রিয়াজ। অশ্লীল যুগে যখন ডুবতে বসেছিল চলচ্চিত্র শিল্পের মান তখন রিয়াজ হাল ধরেছিলেন একাই! তিনিই মধ্যবিত্ত ও শিক্ষিত শ্রেণির দর্শকদের হলে ধরে রেখেছিলেন শাবনূর-পূর্ণিমার সাথে জুটি বেঁধে। উপহার দিয়েছেন দর্শকনন্দিত ও সুপারহিট সব ছবি।

দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে মধ্যে অজান্তে, হৃদয়ের আয়না, প্রাণের চেয়ে প্রিয়, তুমি শুধু তুমি, ভালোবাসি তোমাকে, এ জীবন তোমার আমার, পৃথিবী তোমার আমার, অন্তরে ঝড়, ও প্রিয়া তুমি কোথায়, মনের মাঝে তুমি, ভালোবাসা কারে কয়, মাটির ফুল,রঙ নাম্বার, টাকা, মোল্লা বাড়ির বউ, হৃদয়ের কথা, সাথী তুমি কার, তোমাকেই খুঁজছি, ছোট্ট একটু ভালোবাসা, আকাশ ছোঁয়া ভালোবাসা, বাঁধা ইত্যাদি।